পরিবার থেকে অবহেলিত অনেক মানুষ আমাদের সমাজে বসবাস করে। আর্থিক সমস্যার কারণে নিজের মধ্যে পুষে রাখা প্রতিভাকে ভেতরে ভেতরেই কবর দিয়ে দেয় তারা। এমন লোকের সংখ্যা সুধু যে বাংলাদেশে তা নয় সারা বিশ্বেই এমন অবহেলিত মানুষের বিচরণ। তবে সবার জীবন দুঃখ কষ্টের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। সম্প্রতি একটি মেধাবী ও হত দরিদ্র অল্প বয়সী তরুণীর জীবনের কথা যোগাযোগ মাধ্যম ও গন মাধ্যমে বেশ আলোচনায় আসে।
ঘটনা সূত্রে জানা যায়, সে মেয়ে হয়ে জন্ম নেওয়ার পর তার বাবা তাকে ও তার মাকে ছেড়ে চলে যায়। এরপর থেকে তার মা তাকে কষ্ট করে একই পর্যন্ত নিয়ে এসেছে। তবে পরিবারে অতিরিক্ত আর্থিক সমস্যার কারণে তাদের পক্ষে লেখাপড়া আর চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। দুয়ারে দুয়ারে সাহায্যের জন্য ছুটে বেড়ায় তারা। তবে এবার যেন সে তার সকল কষ্টে প্রতিদান পেতে চলেছে।
মমতা বলে, আমাকে অনেকে বলেছে, তোর পরিবারে অনেক সমস্যা মায়ে সাথে কিছু একটা কর। লেখাপড়া করে গরিবের কিছু হবে না। তবে আমি কারো কথা শুনিনি। আবার অনেকে আমাকে লেখাপড়া করতে উৎসাহও দিয়েছেন।