Wednesday , January 8 2025
Breaking News
Home / opinion / কোন দেশের মন্ত্রী প্রতিমন্ত্রীদের এইভাবে ব্যাগ বিমান থেকে নিজে নিয়ে নামতে কি দেখেছেন : স্বপন

কোন দেশের মন্ত্রী প্রতিমন্ত্রীদের এইভাবে ব্যাগ বিমান থেকে নিজে নিয়ে নামতে কি দেখেছেন : স্বপন

কোন দেশের মন্ত্রী প্রতিমন্ত্রীদের এইভাবে ব্যাগ বিমান থেকে নিজে নিয়ে নামতে কি দেখেছেন?
এমনকি উগান্ডার ও – আমি ১১০% সিউর এরা ব্যাগ ভর্তী ডলার পাউন্ড ইন্ডিয়া হয়ে অন্য কোন দেশে পাচার করেছে।

এই ব্যাগই এদের টেম্পোরারি কয়েক বছরের খরচ পাতি – পালানোর আগের প্রাথমিক ইমারজেন্সি টেক এওয়ে।
দ্বিতীয় ছবিটা ঐতিহাসিক – উগান্ডার প্রধানমন্ত্রীও নিজের বৌ বাচ্চা কিম্বা বইনের পোলা নিয়া এইভাবে শত্রু রাষ্ট্রের কাছে সব দিয়া আসে না-আই মিন নিজের পেডের সন্তানরে…….বাই দা বাই জয় গুল কই নাকি অলরেডি নির্বাসনে?

সেম্পল অফ লট অফ শেইমলেস পিপল Made by BAL.
জয় বাংলা (আ গা)।

About Rasel Khalifa

Check Also

আগামীকাল ঢাকায় বড় কিছু ঘটানোর পরিকল্পনা, আপাতত যানবাহন তল্লাসি করুন: ইলিয়াস হোসেন

আওয়ামী লীগকে পুনর্বাসন করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি ও সংগঠন, যারা সংখ্যালঘু হিন্দুদের মধ্যে রয়েছে, পরিকল্পিতভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *