সম্প্রতি ক্ষমতাসীন সরকার আবারও জোর করে ক্ষমতায় আসতে নানা পদক্ষেপ নিচ্ছে। তারা জানে দেশের মানুষ তাদের ভোট দিবে না আর সে কারণে ১৪ ও ১৮ সালের মতো নির্বাচন করতে পাঁয়তারা। অথচ তার মুখে মুখে গণতন্ত্রের নামে দেশকে বিপদের মধ্যে ফেল দিচ্ছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড. আসিফ নজরুল হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
আমি অপেক্ষায় আছি, আজকেই হয়তো আওয়ামীপন্থী কিছু অতিচালাক, যাদের মগজ মাথায় থাকেনা, বলা শুরু করবে যে “ছদ্মনামে” কলাম বা অপিনিয়ন পিস লেখা দোষের কিছু না।এরা বিভিন্ন কবি-সাহিত্যিকের ছদ্মনামের প্রসঙ্গ তুলবে।
১. ছদ্মনাম ব্যবহার আর পরিকল্পিত ভুয়া প্রোপাগান্ডা চালানো যে এক না তারা সেটা বুঝতে চাইবে না।
২. ছদ্মনাম ব্যবহার আর ভুয়া পরিচয় ব্যবহার, যে বিশ্ববিদ্যালয় ও যে বিভাগের পরিচয় দেয়া হয়েছে সেটা যে ভুয়া সেটাও তারা ভুলে যাবে।
৩. এ ধরণের ভুয়া পরিচয় ব্যবহার যে আইনত দন্ডনীয় তা আওয়ামী লীগের চেতনা ফিল্টারে জ্ঞানে আটকে যাবে।
৪. ভুয়া নাম-পরিচয় ব্যবহার করে আর্টিকেল লিখে সেই লেখা আবার রেফারেন্স হিসেবে ব্যবহার করে যে নতুন লেখা ছাপানো হয়েছে, তার মানে প্রথমে ভুয়া সোর্স তৈরি করে তারপরে সরকারের ভুয়া উন্নয়ন ও প্রশংসাকে জাস্টিফাই করা হচ্ছে সেই পরিকল্পনাও এদের মাথায় ঢুকবেনা।
৫. চোখের সামনে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় প্রোপাগান্ডা ক্যাম্পইন দেখেও এরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে থাকবে।
৬. আর কোন কিছুই কাজ না হলে এক মুঠো বিএনপি-জামাত ষড়যন্ত্র, এক চিমটি পাকিস্তান এক লিটার মুক্তিযুদ্ধে ঘুঁটে চেতনার স্যালাইন খাইয়ে দিবে। আপনিও ভাববেন বেশ একটা দেশপ্রেম ফিলিংস আসলো।