Tuesday , December 24 2024
Breaking News
Home / Entertainment / কোনো কাজই ছোটখাটো হয় না, শাহরুখ আমার ভাই এটা মাথায় রাখবে: সালমান

কোনো কাজই ছোটখাটো হয় না, শাহরুখ আমার ভাই এটা মাথায় রাখবে: সালমান

বলিউডের মেঘা সুপারষ্ঠার সালমান খান এবং শাহরুখ খান। তারা দুজেনই দীর্ঘ সময় ধরে বলিউড ইন্ডাষ্ট্রিতে কাজ করছেন। এবং তারা দুজেনই একে অন্যের সবচেয়ে বড় প্রতিদ্বন্ধী। তবে পর্দায় একে অন্যের বড় প্রতিদ্বন্ধী হলেও তাদের মধ্যে বাস্তব জীবনে বন্ধুর্তপূর্ন সম্পর্ক রয়েছে। এমনকি সালমান খান ভাই বলে সন্মোধন করেন শাহরুখকে। সম্প্রতি এই প্রসঙ্গে সালমান খানের এক ভক্তের সঙ্গে বেশ কিছু কথোপকথন হয়েছে। বিষয়টি উঠে এলো প্রকাশ্যে।

বলিউড ভাইজান সালমান খান ও বাদশাহ শাহরুখ খানের মধ্যকার বন্ধুত্বের কথা কে না জানে। পুরো ভারতীয় সিনেমার সবচেয়ে বড় তারকা তারা। বক্স অফিসে একে-অপরের প্রতিদ্বন্দ্বী বটে। কিন্তু বাস্তব জীবনে তারা আপন ভাইয়ের মতোই। পুনরায় সেই কথাটি স্মরণ করিয়ে দিলেন সালমান। সম্প্রতি কপিল শর্মা শো’তে অংশ নিয়েছিলেন সাল্লু। তার নতুন সিনেমা ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’-এর প্রমোশনের জন্য। ওই অনুষ্ঠানেই এক ভক্ত সালমানের সঙ্গে কথা বলেন। ভক্ত জানান, তিনি ছোটখাটো অভিনেতা। এ কথা শুনে সালমান খান বলেন, ‘কোনো কাজই ছোটখাটো হয় না। শাহরুখের সিনেমার ওই সংলাপটা মনে নেই আপনার?’

এর প্রেক্ষিতে ওই অনুরাগী বলেন, ‘আমি তো একজনেরই অন্ধ ভক্ত। সালমান ভাই। গোটা দেশে আমার কাছে একজনই ভাই। আর তাকেই চিনি।’ পরমুহূর্তেই পাল্টা জবাব দেন সালমান খান। বললেন, ‘কিন্তু শাহরুখ তো আমার ভাই। আর ভাইয়ের ভাইকে আপনি কী বলবেন?’ ওই ব্যক্তির উত্তর, ‘ভাই-ই বলব।’ শুনে সালমান বলেন, ‘হ্যাঁ, এটা সবসময় মাথায় রাখবে।’ শাহরুখ খান বহুবার প্রকাশ্যে স্বীকার করেছেন, বলিউড ইন্ডাস্ট্রিতে আসার পর তাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন সালমান ও তার পরিবার। কিছু দিন আগে যখন শাহরুখের বড় ছেলে আরিয়ান খান মা/দ/ক কাণ্ডে গ্রে/ফ/তার হয়েছিলেন, তখন সবার আগে মাঝরাতে সালমানই ছুটে গিয়েছিলেন কিং খানের বাড়িতে। তাদের এই ভাতৃত্ব, বন্ধুত্ব মুগ্ধ করে সবাইকে।

সালমান খান এবং শাহরুখ খান দুজনে এক সঙ্গে জুটি বেঁধে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। তাদের অভিনীত সিনেমা গুলো দর্শক মাঝে বেশ প্রশংসিত হয়েছে। এবং গোটা বিশ্ব জুড়ে তাদের দুজনেরই রয়েছে অসংখ্য ভক্ত-অনুরাগী এবং জনপ্রিয়তা।

About

Check Also

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিথিলার দাম্পত্যে ভাঙনের সুর

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং পশ্চিমবঙ্গের খ্যাতনামা পরিচালক সৃজিত মুখার্জির দাম্পত্য জীবনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *