একের পর এক নতুন সব তথ্য সামনে আসছে বুয়েটের ফারদিনের নামে। নিখোঁজ হয়ে থেকে শুরু করে নিথর হওয়া আলোচনা আর রহস্য যেন থামছেই না। এবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূরকে (২৪) ঢাকার যেকোনো এলাকায় খু’ন’ করা হতে পারে বলে মনে করছেন মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ।
আজ শনিবার (১২ নভেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ফারদিন কেন চানপাড়ায় গেলেন তা খতিয়ে দেখা উচিত। কেউ তাকে অপহরণও করতে পারে। ফারদিনকে ঢাকার কোনো এলাকায় হত্যা করা হয়ে থাকতে পারে বলে আমাদের ধারণা। শিগগিরই হত্যার রহস্য উদঘাটন করা হবে।
মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, মা’দ’ক’ কিনতে গিয়ে বুয়েটের ছাত্র ফারদিন নি’হ’ত’ হয়েছেন এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। কে বা কারা তাকে ‘হ’ত্যা’ করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে, পুরো বিষয়টি উদঘাটনের পর বিস্তারিত জানানো হবে।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, ফারদিন ‘হ’ত্যা’য়’ ‘বুশরাসহ আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। হ’ত্যা’কা’ণ্ডে’র’ নেপথ্যে যারাই থাক তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য,চলতি মাসের ৪ তারিখে নিখোঁজ হন ফারদিন। আর সেই থেকেই তার বিষয়ে নানা আলোচনৰ সৃষ্টি হয়েছে দেশে। এরপর নিখোঁজের ৪ দিন পরে তার নিথর দেহ খুঁজে পাওয়া গেলো নদীতে।