বাংলাদেশের সংবিধান অনুযায়ী দেশের রাষ্ট্রপতি পদে একজন ব্যক্তি থাকতে পারবেন সর্বোচ্চ দুই মেয়াদ। আর এই মেয়াদ কাল শেষ করে তাকে যেতে হবে অবসরে। আর এমনটাই হয়ে আসছে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত।
এ দিকে নিজের দুই বারের মেয়াদ পূর্ণ করে ফেলেছেন বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আর এ কারণে তাকে এখন নিয়মমত যেতে হবে অবসরে। তবে অবসরে গেলেও তিনি দেশের সংবিধান অনুযায়ী পাবেন অবসরের পর বেশ কিছু সুযোগ সুবিধা।
খোঁজ নিয়ে জানা গেছে, অবসরের পর থেকে রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রতি মাসে ভাতা হিসেবে পাবেন ৯০ হাজার টাকা। আর এই টাকা তিনি পেয়ে থাকবেন আমৃত্যু পর্যন্ত। এ ছাড়া আইন অনুযায়ী তার মৃত্যুর পর এই অর্থ পাবেন তার স্ত্রী। তবে এ ক্ষেত্রে ৯০ হাজার তখন হয়ে দাঁড়াবে ৬০ হাজারে।
আর এ ক্ষেত্রে তিনি বাৎসরিক ভাবে প্রায় কোটি টাকা পাবেন। এ ছাড়াও আরো বেশ কিছু বিশেষ সুবিধা পাবেন তিনি। সেই সাথে পাবেন নির্দিষ্ট প্রোটকলও।