ভারতের পশ্চিমবঙ্গ জেলার পশ্চিম মেদিনীপুর নামক এলাকার বাসিন্দা শিশির নন্দী, দিনমজুরি করেই তার জীবিকা চলে। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তার পরিবার যেটা চালাতে অনেক কষ্ট করতে হয়। কিন্তু অনেকটা বিপত্তিতে পড়ে যান যে সময় তিনি লটারিতে পেয়ে যান এক কোটি টাকা। কারন স্বাভাবিকভাবেই বোঝা গেল, তিনি এই বিপুল পরিমান টাকা বাড়িতে রাখবেন কীভাবে সেটা নিয়ে সৃষ্টি হয় দু:চিন্তার যার কারনে তার ঘুম উবে যায়। খবর আনন্দবাজার পত্রিকার।
গেল (শুক্রবার) রাতের দিকে লটারির পুরস্কার ঘোষণা করা হয়। তিনি যাচাই করার শিশির জানতে পারেন, বর্তমান সময়ের ভাগ্যের তার দু’টুকরো হয়েছে। এক কোটি টাকার লটারি জিতেছেন তিনি।
কিন্তু পরক্ষণেই দুশ্চিন্তা গ্রাস করে। এক কোটি টাকার লটারির খবর রটে গিয়ে যদি বাড়িতে চো’/র-ডা’/কা’তের হা’/ম’লা চলে! এই ভয়ে মধ্যরাতেই পু’লি’/শের কাছে ছোটেন শিশির। খবর দেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতিকেও। তার পর পু’/লি’শি নিরাপত্তা পেয়ে শনিবার দুপুর নাগাদ ব্যাংকে গিয়ে লটারির কাগজপত্র জমা করেন।
শিশির জানিয়েছেন, গেল সাত বছর যাবৎ তিনি রাজমিস্ত্রি হিসেবে দিনমুজরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তিনি স্ত্রী, একটি ছেলে ও একটি মেয়ে নিয়ে সংসার করছেন।
তার বাড়ি কোতোয়ালি থা’/না এলাকার শিরোমণি নামক একটি এলাকায়। শিশির তার ভাগ্য বদলানোর আশায় মাঝে মাঝেই লটারির টিকিট কিনে থাকেন। তবে এটাই প্রথম নয়, কিছু পুরস্কারও লাভ করেছেন। পু’/লি’শ জানিয়েছেন, লটারি জেতার পরই তিনি এবং তার পরিবারের অন্য সদস্যরা দু’শ্চিন্তায় পড়ে যান। তাই তাদের নিরাপত্তা প্রদান করা হয়েছে।