ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল( Dr. Asif Nazrul ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে( Facebook ) তাঁর নিজস্ব পেজে দেওয়া একটি স্ট্যাটাসে জানান, একজন আইন বিশেষজ্ঞ ও শিক্ষক হিসেবে একজন তাঁর কাছে এমন একটি আইন প্রস্তাব করার অনুরোধ জানান যাতে শেষ বিচার দিবস বা কেয়ামত পর্যন্ত বাংলাদেশে( Bangladesh ) তত্বাবধায়ক সরকার বা নির্দলীয় সরকারের( government ) অধীনে জাতীয় সংসদ( National Parliament ) নির্বাচন হতে পারে।
সাধারণ মানুষের তাঁর নিকট করা এই অনুরোধের কথা জানানোর পাশাপাশি তিনি রসিকতা করে জিগ্যেস করেছেন যে, শেষ বিচার দিবস বা কেয়ামত আসার আগ পর্যন্ত কি ”’আমাদের’ খাসলত বদলাবে কি না?”
বস্তুত, এখানে ‘আমাদের’ বলতে তিনি বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক দলগুলোর প্রতিই অনুক্তভাবে নির্দেশ করেছেন। পাঠকের সুবিধার্থে ড. আসিফ নজরুল( Dr. Asif Nazrul )ের ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো –
‘আমাকে একজন অনুরোধ করেছেন এমন একটি আইনের প্রস্তাব করতে যাতে কেয়ামত পর্যন্ত বাংলাদেশে( Bangladesh ) জাতীয় নির্বাচন হয় নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের( government ) অধীনে।
সব ঠিক আছে। কিন্তু কেয়ামত পর্যন্ত শুনে ঘাবড়ে গেছি! কেয়ামত পর্যন্ত কি আমাদের খাসলত বদলাবে না একটুও?’