সম্প্রতি দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে বর্তমান সরকার আবারও ক্ষমতায় আসার জন্য নতুন নতুন পরিকল্পনা করছে। যার প্রমাণ মিলছে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে বিরোধী দলের আন্দোলনে দ/মন, পী/ড়ন করার মাধ্যমে। তারা আবারও সংবিধানের দোহাই দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনের পাঁয়তারা করছে।কিন্তু নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব নয় তার প্রমাণ ১৪ ও ১৮ সালের ভোট। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
২৮ তারিখের বিএনপির সমাবেশ কেন পণ্ড করা হলো? আবার একই সাথে শান্তিপূর্ণ ভাবে জামায়াতের সমাবেশ হলো। কেন হাসিনা দুই জায়গাতেই হামলা করলো না? সংঘাত বা সংঘর্ষ কীভাবে শুরু হলো? কতোজন আহত বা নিহত হয়েছে? এখন কী হবে? বিএনপি কি গুটিয়ে নেবে নিজেকে? বিএনপির বর্তমান আন্দোলনের পলিসি কি ভুল? এভাবে কী হাসিনাকে হঠানো যাবে? এমন হাজারো প্রশ্ন এখন সকলের মাথায়? আমরা সবগুলো না হলেও বেশীরভাগ প্রশ্নের উত্তর খোজার চেষ্টা করবো।
প্রসঙ্গত, বিএনপি আন্দোলনের মাধ্যমে যাতে কোনো জনমত তৈরী করতে না পারে সে ব্যাপারে সরকার সতর্ক।যার কারণে কোনো ধরনের সমাবেশ যাতে সফল করতে না পারে সে জন্য রাষ্ট্রীয় বাহিনী দিয়ে সমাবেশ পণ্ড করেছে সরকার।