ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ মাঠে নামার আগে রিও ডি জেনিরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামের গ্যালারিতে উত্তাপ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই দলের সমর্থকরা।
স্বাগতিক দর্শকদের সঙ্গে লড়াইয়ে মেতে ওঠেন আর্জেন্টিনা ভক্তরা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ হয়। পুলিশকে লাঠিপেটা করতে দেখা যায়।
বেশ কয়েকজন রক্তাক্ত হয়। পরিস্থিতি সামাল দিতে গ্যালারিতে ছুটে যান লিওনেল মেসি, মার্কোনিওসারা ভক্তদের শান্ত হতে বলেন। এরপর মেসিরা মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফিরে যান। এতে ম্যাচ পিছিয়ে যায় আধা ঘণ্টা।
ম্যাচের পর এই ঘটনা নিয়ে লিওনেল মেসি বলেন, অবশ্যই এটা খারাপ। তারা (পুলিশ) সমর্থকদের লাঠি চার্জ করছিল। কোপা লিবারতাদোসের ফাইনালে যেমনটা হয়েছিল।
সেখানে আমাদের অনেকের পরিবারের সদস্য ছিল। তাদের কথা ভাবতে হয়েছে। ম্যাচ খেলার চেয়েও তাদের কথা বেশি ভাবা জরুরি ছিল। এটাই মূল কারণ।’ ড্রেসিংরুমে ফিরে যাওয়ার কারণ হিসেবে মেসি বলেছেন,’সব কিছু শান্ত করতে চেয়েছিলাম।
এ কারণে আমরা চলে যাওয়ার সিদ্ধান্ত নেই। পুলিশ লাঠিচার্জ করে। অপ্রত্যাশিত কিছু ঘটছিল।’ তবে উত্তপ্ত ম্যাচে শেষ হাসি হেসেছিল আর্জেন্টিনা। নিকোলাস ওটামেন্ডির গোলে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা।