বাংলাদেশের অন্যতম একজন রাজনীতিবীদ সেলিনা হায়াৎ আইভী। তিনি দীর্ঘ সময় ধরে এই দলটির সঙ্গে যুক্ত রয়েছেন। সম্প্রতি তিনি এই দলের মনোনীত প্রার্থী হয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র পদের জন্য নির্বাচনে অংশগ্রহন করেছেন। এই দলটির সভানেত্রী শেখ হাসিনা আইভীর জয়ের লক্ষ্যে নারায়ণগঞ্জের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ্য হয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন। ইতিমধ্যে এই নির্বাচনকে ঘিরে আইভী এবং প্রতিদ্বন্ধি তৈমুর একে অন্যের সঙ্গে তর্ক-বির্তকে জড়িয়ে পরেছে। সম্প্রতি তৈমুরের করা এক অভিযোগ নিয়ে কথা বললেন আইভী।
প্রভাব বিস্তার করার মতো লোকবল বা প্রশাসন তার নেই বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। নির্বাচনে তার পক্ষে প্রভাব বিস্তারের যে অভিযোগ স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার তুলেছেন, সেই অভিযোগের প্রেক্ষিতে তিনি এ কথা বলেন। পাল্টা প্রশ্ন তুলে আইভী বলেন, ‘উনি (তৈমুর) কেন এমন অভিযোগ করছেন, আমি জানি না। হয়তো এটি তার নতুন কোনো চাল!’ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় নির্বাচনী গণসংযোগকালে সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘আমি নির্বাচনে প্রভাব বিস্তার করি না। নারায়ণগঞ্জের মানুষ আমাকে দীর্ঘ ১৮ বছর ধরে জানে। আমাকে তারা দেখেছে। আমি যা বলি প্রকাশ্যেই বলি।’
তিনি বলেন, ‘আমি আরও দুটি সিটি নির্বাচন করেছি। কেউ বলতে পারবে না নির্বাচনে প্রভাব বিস্তার করেছি। নির্বাচনে উনি (তৈমুর) প্রচারণা চালাচ্ছেন, আমিও চালাচ্ছি। কিন্তু এর বাইরে কী হচ্ছে আমি জানি না, জানতে চাইও না। আমি এই মুহূর্তে আমার জনগণকে নিয়ে আছি, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি, ভোট চাইছি।’ আইভী বলেন, ‘আমাকে এই শহরের মানুষ জানে। প্রভাব বিস্তার করার মতো লোকবল আমার নেই। প্রশাসনও নেই। নিশ্চয়ই প্রতিটা নির্বাচনে প্রশাসনের একটা কৌশল (স্ট্র্যাটেজি) থাকে। তারা কী করছে আমি জানি না। অপর প্রার্থী কী অভিযোগ করেছেন, সেটি আমার দেখার বিষয় না। প্রশাসন যদি কিছু করে থাকে তারা দেখবে।’
আইভীর বিপক্ষে শক্তিশালী অবস্থানে রয়েছেন তৈমুর আলম খন্দকার। তিনি দীর্ঘ দিন ধরে বিএনপি দলের হয়ে কাজ করছেন। তবে এবারের নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র পদের জন্য নির্বাচনে অংশগ্রহন করেছেন। এই নির্বাচনে তিনি হাতি মার্কা প্রতীক পেয়েছেন।