Thursday , November 14 2024
Breaking News
Home / Countrywide / কেন্দ্র দখল করলে আমরা করব, জোর করে ভোট নিলে আমরা নেব : আওয়ামী লীগ নেতা

কেন্দ্র দখল করলে আমরা করব, জোর করে ভোট নিলে আমরা নেব : আওয়ামী লীগ নেতা

সারাদেশে চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। কিন্তূ নির্বাচনের থেকে বেশি আলোচিত হচ্ছে নির্বাচনের প্রার্থীদের প্রচারণা। নির্বাচন প্রচারণাকে কেন্দ্র করে প্রায় জায়গায় শোনা জাচ্ছে আপত্তিকর ঘটনার। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের হুমকি-ধামকির ঘটনা এর আগেও অনেক জায়গায় দেখা গেছে। তেমনই আরো একটি ঘটনা ঘটেছে নোয়াখলীতে।

‘আওয়ামী লীগের টিকিট নিয়ে আপনাদের কাছে এসেছি, আপনাদের কাছে ভোট দাবি করছি। আপনারা আগামী ২৬ তারিখে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। কোনো কেন্দ্র উনি নিজের হাতে নিয়ে যাবে, এগুলো খামাকা ভুয়া কথা। ‘কেন্দ্র দখল করলে আমরা করব, জোর করে ভোট নিলে আমরা নেব, কারণ আমরা সরকারের প্রতিনিধি! ইনশাআল্লাহ।’

রোববার (৫ ডিসেম্বর) রাতে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে, যা মুহূর্তেই ভাইরাল হয়।

তথ্য নিয়ে জানা গেছে, শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে নোয়াখালীর সদর উপজেলার দাদপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া নৌকা প্রতীকের প্রার্থী দেলোয়ার হোসেন দেলু তার বক্তব্যে এসব কথা বলেন। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।

জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর সদর উপজেলার ৯টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ইউনিয়নগুলোতে আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। আগামী ৭ডিসেম্বর অন্য প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনকে সামনে রেখে গত ৪ ডিসেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দাদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বারাহীপুর এলাকায় নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন আ.লীগ প্রার্থী দেলোয়ার হোসেন দেলু। সেখানে তিনি নিজের নেতাকর্মী ও স্থানীয় ভোটারদের উদ্দেশে বক্তব্য দেন।

এ বিষয়ে জানতে চাইলে দাদপুর ইউনিয়নের নৌকার প্রার্থী দেলোয়ার হোসেন দেলু এমন বক্তব্য দিয়েছেন স্বীকার করে বলেন, আমি অন্য সূত্র ধরে এ কথা বলেছি। ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়েছে বলে আমি জানতে পেরেছি। এটি আমার ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মিজানুর রহমান শিপনের কাজ। এ ঘটনায় সোমবার তিনি থানায় অভিযোগ করবেন বলে জানান।

তিনি আরও বলেন, আমি কথাগুলো ওইভাবে বলিনি। আমি বলেছিলাম আমার প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান শিপন বলেছিল ভোট গ্রহণের দিন ১২টার পর কেন্দ্র দখল করে নেবে। ওই কথার ভিত্তিতে আমি বলেছিলাম ‘আমরা সরকার প্রতিনিধি, কেন্দ্র কাটলে আমরা কাটব, দখল করলে আমরা করব, আপনারা নির্ভয়ে কেন্দ্রে ভোট দিতে আসবেন, আপনাদের নিরাপত্তা আমরা দেব। কিন্তু আমার ওই বক্তব্যকে কেটে খণ্ডিত করে মিজানুর রহমান শিপন তার লোকজন দিয়ে প্রচার করছে। এ বিষয়ে আমি থানায় অভিযোগ দেব।

আ.লীগ প্রার্থীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মিজানুর রহমান শিপন বলেন, তিনি নিজ মুখে কেন্দ্র দখলের কথা বলেছেন, যার ভিডিও ইতোমধ্যে সবখানে ছড়িয়ে পড়েছে। আমি কেন উনার বিরুদ্ধে অপপ্রচার করব। এ ছাড়া চেয়ারম্যান থাকা অবস্থায় তিনি অনেক অনিয়ম করেছেন। এখন আবার ভোটের দিন কেন্দ্র দখল করাসহ আমার লোকজনকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছেন। আমি এসব বিষয়ে থানায় জিডি করেছি।

এরকম নির্বাচনী প্রচারণা চললে গণতন্ত্র তার মান হারাবে। এরকম প্রচারণার বিরুদ্ধে সমালোচনার ঝড় শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে সতন্ত্র প্রার্থীর থানায় করা জিডির জন্যে এখনো প্রশাসন কি বলেছে জানা যায়নি। প্রশাসন কোনো পদক্ষেপ নিবে কিনা সে ব্যাপারেও কিছু জানা যায়নি। সরকার পক্ষ থেকে এখনো কোনো পদক্ষেপের কথাও জানানো হয়নি।

About

Check Also

উপদেষ্টা পরিষদেই বৈষম্য

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আঞ্চলিক বৈষম্যের অভিযোগ উঠেছে। ২৪ সদস্যের এই পরিষদে ১৩ জনই চট্টগ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *