জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের জানিয়েছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন শেখ হাসিনার সরকারের মন্ত্রিত্ব ছাড়তে চেয়েছিলেন তিনি। শুক্রবার জাতীয় পার্টির বনানী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন জি এম কাদের।
জি এম কাদের বলেন, “আমাদেরকে আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যা দেওয়া হয়। কিন্তু ২০০৮ সালের নির্বাচনে আমরা মহাজোটে যুক্ত হয়েছিলাম, এবং সেই সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী ছিলাম। তবে হজযাত্রীদের জন্য নিম্নমানের বিমান ব্যবহারের সিদ্ধান্তের প্রতিবাদে আমি পদত্যাগপত্র জমা দিয়েছিলাম। শেখ হাসিনা আমাকে পদত্যাগ করতে দেননি, কারণ তদন্তে দেখা গিয়েছিল যে আমি সঠিক ছিলাম।”
তিনি অভিযোগ করেন, “জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত করার অপপ্রচার চলছে, যা প্রকৃতপক্ষে জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র। আমরা বিগত সরকারের কোনো অপকর্মে জড়িত ছিলাম না।”
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “কেউ ভয় পাবেন না। ২ তারিখের প্রতিবাদ সমাবেশের জন্য আমরা যেকোনো ঝুঁকি নিতে প্রস্তুত।”
এছাড়া, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রসঙ্গে জি এম কাদের জানান, “গতকাল কিছু ব্যক্তি ছাত্র জনতার নামে হামলার চেষ্টা করে, যা পরে কর্মীরা প্রতিহত করে। তাদের মধ্যে নাগরিক কমিটির কিছু সদস্যও জড়িত ছিলেন।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভুঁইয়া, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, শেরিফা কাদের, আলমগীর শিকদার লোটনসহ অন্যান্য নেতৃবৃন্দ।