ময়মনসিংহে এক জুয়ার আসরে অভিযান চালিয়ে আইনজীবী ও কাউন্সিলরসহ ৯ জনকে আটক করেছে যৌথ বাহিনী। তবে অভিযানে সড়কপথে পালিয়ে গেছে আসরের মালিক, গৌরীপুর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেনসহ অন্যান্যরা।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করে আদালতে পাঠায় কোতোয়ালি মডেল থানা পুলিশ।
এই অভিযানটি সোমবার রাতে সদর উপজেলা ও গৌরীপুর উপজেলার সীমান্তবর্তী কাচারি বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদীর তীরে চালানো হয়। অভিযানে জব্দ করা হয়েছে একটি পাজারো গাড়ি, দুটি প্রাইভেটকার এবং জুয়া সামগ্রী।
আটককৃতদের মধ্যে আছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী কায়কোবাদ হোসেন (৪৯), জামালপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাসুদ করিম (৫৫), মর্তুজা রেজা (৬৭), অরুন খান (৪৫), মোজাম্মেল হোসেন (৫৫), মফিজুর রহমান (৫২), রুহুল আমিন (৫২), মোফাজ্জল হোসেন (৬০) ও রতন মন্ডল (৩২)।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান জানান, দীর্ঘদিন ধরে গৌরীপুর ও সদর উপজেলার সীমান্তবর্তী নদী সংলগ্ন একটি দুর্গম এলাকায় এই জুয়ার আসরটি পরিচালনা হয়ে আসছিল। এর আগে, মফিদুল ইসলাম দীর্ঘদিন এই আসরটি পরিচালনা করলেও গত ৫ আগস্টে তিনি ভারতে পালিয়ে যান। বর্তমানে তার বড় ভাই মো. মোজাম্মেল হোসেন এই জুয়ার আসরের দায়িত্বে ছিলেন।
এ বিষয়ে এলাকাবাসীর অভিযোগের পর একাধিক অভিযান পরিচালনা করা হলেও আসরটি বন্ধ হয়নি। সর্বশেষ গোপন সংবাদে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে। তাদের সম্পর্কে জানা গেছে, তারা পেশাদার জুয়াড়ি।
ওসি আরও জানান, এই ঘটনায় মোজাম্মেলসহ ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। আটকদের মধ্যে ৯ জনকে গ্রেপ্তার করা হলেও বাকিরা পালিয়ে গেছে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি অভিযান চলছে।