কুমিল্লা সিটি করপোরেশনের (কিউসিক) মেয়র আরফানুল হক রিফাত ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।
বুধবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় এবং সিঙ্গাপুর সময় রাত সাড়ে ৮টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, ফুসফুসে সংক্রমণের কারণে গত রোববার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন মেয়র রিফাত। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে তার মৃ/ত্যু হয়। যত দ্রুত সম্ভব লাশ দেশে আনার চেষ্টা করছে পরিবার।
এর আগে বুধবার (৬ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় মেয়র আরফানুল হক রিফাতকে। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবস্থা অপরিবর্তিত থাকায় প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে রোববার (১০ ডিসেম্বর) তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।
গত ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাত ১০৫টি কেন্দ্রে ৫০ হাজার ৩১০ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেবিল বাড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯,৯৬৭ ভোট।