কয়েকদিন আগে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, আর এই নির্বাচনে জয় পেয়েছেন আরফানুল হক রিফাত। তবে তার পেছনে কুমিল্লার সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার এর বড় ধরনের ভূমিকা ছিল, এমনটাই জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রিফাত। এদিকে নির্বাচন কমিশন থেকে এলাকা ছাড়ার নির্দেশ দিলেও এলাকা ছাড়েননি সেখানকার আলোচিত আ.লীগ নেতা বাহাউদ্দিন বাহার। তিনি শেষ অবধি তার মনোনীত এবং আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে জয়ী করতে পেরেছেন।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আরফানুল হক রিফাতের জয়ে ভূমিকা রেখেছিলেন স্থানীয় সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার। নির্বাচন কমিশনের চিঠি পেয়েও এলাকা ছাড়েননি আওয়ামী লীগ নেতা। শেষ পর্যন্ত নিজ প্রার্থীকে মাঠ থেকে জিতিয়ে নিয়েছেন তিনি।
কুমিল্লার রাজনীতিতে রিফাত বরাবরই বাহারের অনুগত। ১৫ জুনের নির্বাচনেও তিনি এই আস্থা পেয়েছেন। ভোটের পর বাহারকে নেতা হিসেবে মেনে নিয়ে সারাজীবন রাজনীতি করবেন বলে জানান রিফাত।
বাহাউদ্দিন বাহারের মেয়ে তাহসিন বাহারের উদ্যোগকে সিটি করপোরেশন ও জনগণের সেবায় কাজে লাগাতে চান নবনির্বাচিত মেয়র। বৃহস্পতিবার দেশের একটি সংবাদ মাধ্যমের সঙ্গে একান্ত আলাপচারিতায় এমন ইচ্ছা প্রকাশ করেন এই জনপ্রতিনিধি।
কুমিল্লাবাসীর উন্নয়নে পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, কুমিল্লা শহরের সব ওয়ার্ডে স্বাস্থ্যসেবা কমপ্লেক্স নির্মাণ করব। এটা যে সিটি করপোরেশনের টাকায় হবে তা বলার অপেক্ষা রাখে না। আমরা বিত্তবানদের সাহায্য নেব। কিছু ডাক্তার এটি বিনা বেতনে শুরু করবেন। এটি শুরু করবেন আমার নেতা একিউএম বাহাউদ্দিন বাহার ভাইয়ের মেয়ে সুচনা বাহার ও আমার মেয়ে সামিয়া রিফাত। আমরা এটি দিয়ে শুরু করবো। এরপর আমরা মহানগর আওয়ামী লীগের পক্ষে বসব। কুমিল্লাবাসীকে আমরা অনুরোধ করব— যত চিকিৎসক আছেন, সেবক আছেন, তারা যদি মাসে একদিন সময় দেন, তা হলে এটা শুরু করতে পারব।
প্রসঙ্গত, এবারের নির্বাচনে রিফাতের পক্ষে প্রচারণায় বড় ভূমিকা রেখেছেন বাহার কন্যা সুচনা। তিনি তরুণ-তরুণীদের ঐক্যবদ্ধ করার কাজ করেছেন। শোডাউন ও রোড শো করে নৌকার প্রার্থীর পক্ষে জনমত তৈরি করেছেন দিবানিশি।
জানা গেছে, কুসিক নির্বাচনে রিফাতের জয়ী হওয়ার পিছনে বড় ধরনের এবং অন্যতম ভূমিকা রেখেছিলেন বাহার কন্যা সূচনা। মূলত, জানা গেছে তিনি ওই এলাকায় তরুণ-তরুণীদেরকে ঐক্যবদ্ধ করতে বড় ধরনের ভূমিকা রেখেছিলেন। তিনি নিজেই কঠোর পরিশ্রম দি্যে প্রচারণা চালিয়েছেন, সেইসাথে তিনি রাতদিন শোডাউন এবং রোড শো করে রিফাতের পক্ষে প্রচারণায় নেমেছিলেন।