বিশ্বকাপ আসার আগেই শুরু হয় সম্ভবনা নির্ধারন কোন দল হবে চ্যাম্পিয়ন এবং বিশ্বকাপ ঘরে নিয়ে ফিরবে। এই রকম জল্পনা-কল্পনা চলে বাংলাদেশের ফুটবল প্রেমিদের মাঝেও। তারাও ভবিষ্যদ্বাণী করে থাকে তাদের পূর্ব অভিজ্ঞতা দিয়ে কিংবা সমর্থন করা দল নিয়ে দাবি করে বিজয়ের। এতে অংশ গ্রহন করিয়ে থাকে বিভিন্ন পশু-পাখি দিয়েও। এবার কুষ্টিয়ার একটি এলাকায় কাতার বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী করেছে একটি গরু।
ব্রাজিল, আর্জেন্টিনা এবং জার্মানির পতাকায় মোড়ানো তিনটি ড্রামের উপর ঘাস বিছানো। গরু যে দেশের পতাকায় মোড়ানো ড্রামের ঘাস খায়, সেই দেশই হবে এবারের কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন!
কুষ্টিয়ার একদল ফুটবলপ্রেমী ব্যক্তিরা পশু নিয়ে নিয়ে এমন ভাগ্য নির্ধারনের আয়োজন করেছে। এই মজার বিষয়টি দেখতে সেখানে ভিড় জমান বহু মানুষ।
বৃহস্পতিবার বিকেলে ব্যতিক্রমী এই আয়োজন দেখতে ভিড় জমান অনেকেই। ফুটবল বিশ্বকাপ এলে ভক্তরা এমন কর্মকাণ্ডের মধ্য দিয়ে আনন্দ খুঁজে পান।
জেলার আরুয়াপাড়া তরুণ সংঘের গ্রন্থাগার ও ক্লাব মাঠে এ আয়োজনে অংশ নেন ব্রাজিল, আর্জেন্টিনা ও জার্মান সমর্থকরা। সেখানে তিন দলের পতাকা দিয়ে মোড়ানো ড্রামের ওপর রাখা হয় কাঁচা ঘাস। একটি গরুও আনা হলো।
শর্ত, গরু ড্রাম থেকে ঘাস খাবে সেই দলই বিজয়ী হবে! গরুটি ঘাস খায় ব্রাজিলের ড্রাম থেকে। তাদের প্রিয় দল জিতবে বলে উল্লাসে ফেটে পড়ে ব্রাজিল ভক্তরা।
তবে গরুটি কী ভবিষ্যদ্বাণী করলো সেটা মেনে নিচ্ছেন না আর্জেন্টিনার সমর্থকরা। তাদের দাবি, এটা একটি অবলা প্রানী তাই এটা যা করেছে সেটা সঠিক নয়। তারা দলের বিষয়ে বলেন, আমাদের দলটি হার দিয়ে শুরু করেছিল ঠিকই কিন্তু আমাদের দল ইনশাআল্লাহ ভালো অবস্থায় যাবে। আমরা আশাবাদী আর্জেন্টিনা এত তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবে না।