সম্প্রতি বাংলাদেশ উত্তাল হয়ে গেছে একটি বিভাগের কারনে। গেল অনেক বছরে যে ধরনের ঘটনা বাংলাদেশে ঘটেনি এবার তা ঘটেছে কুমিল্লাতে। আর কুমিল্লার ঘটনার সেই আচ পড়েছে বাংলাদেশের সব জায়গায়। আর এই কারনেই এবার প্রধানমন্ত্রী জানিয়েছেন তিনি নাম পরিবর্তন করে ফেলবেন এই দুই বিভাগের।
প্রধানমন্ত্রী বলেছেন, বিভাগের ব্যাপারে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে, দুইটি নদীর নামে দুইটি বিভাগ বানাবো। একটা পদ্মা আর একটা মেঘনা। ‘কু’ নাম দিয়ে আমি কোনো বিভাগ দেবো না। ফরিদপুর বিভাগ হবে পদ্মা আর কুমিল্লা বিভাগ হবে মেঘনা নামে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
কুমিল্লার সংসদ সদস্য আ ক ম বাহারউদ্দীন বাহার প্রধানমন্ত্রীকে কুমিল্লা নামে বিভাগ করার অনুরোধ করলে প্রধানমন্ত্রী বলেন, তোমার এই কুমিল্লা নামের সাথে মোস্তাকের নাম জড়িত। তাই কুমিল্লা নামে আমি কোনো বিভাগ দেবো না। কুমিল্লা নামের কথা মনে হলেই মোস্তাকের নাম মনে ওঠে।
এদিকে সম্প্রতি কুমিল্লায় সনাতন ধর্মালম্বীদের মন্দিরে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘটনায় ইতিমধ্যে অভিযুক্তকে সনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানা গেছে।