গাজীপুরের কালিয়াকোরে প্রস্তাবে রাজি না হওয়ায় নুপুর বেগম নামে এক নারীকে হ’ত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিনের বিরুদ্ধে।
এ ঘটনায় নূপুর বেগম বাদী হয়ে শুক্রবার (৮ ডিসেম্বর) কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। গত শনিবার রাত পর্যন্ত ওই যুবলীগ নেত্রী নূপুর বেগমের সঙ্গে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন।
অভিযোগকারী নুপুর বেগম (৩৯) কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার আলতাফ মোল্লার মেয়ে।
থানায় দায়ের করা অভিযোগে বলা হয়, জমি কেনার সময় যুবলীগ নেতা জসিমের সঙ্গে নূপুর বেগমের পরিচয় হয়। পরে দুজনে মিলে এক টুকরো জমি কেনেন। এরপর জসিম উদ্দিন ওই নারীকে বেশ কয়েকবার খারাপ প্রস্তাব দিয়ে আসছে। কুপ্রস্তাবের কারণে জসিম উদ্দিনের সঙ্গে আর কোনো ব্যবসা করতে রাজি হননি নূপুর বেগম। ওই নেতা নূপুর বেগমের ওপর ক্ষিপ্ত হয়ে তাকে নিয়ে নানা অপপ্রচার শুরু করেন। একপর্যায়ে রাস্তা অবরোধ করে বিভিন্ন কু-প্রস্তাব দিতে থাকেন জসিম উদ্দিন। এমনকি ওই নেতা মাঝরাতে অন্য লোকজনের সঙ্গে বাড়িতে ঝামেলাও করেন। তার ভয়ে নুপুর বেগমের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও অভিযোগ করেন ওই নারী।
এ বিষয়ে অভিযুক্ত উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন বলেন, আমার রাজনীতির ক্ষতি করার জন্য এ মিথ্যা অভিযোগ করেছেন ওই নারী। তবে ওই নারীর সঙ্গে কথা হয়েছে। আমার বিরুদ্ধে অভিযোগ তুলে নেবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি।
মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই আসাদ বলেন, এমন অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।