বলিউডের সফল অভিনেত্রী রানী মুখার্জি। তিনি দীর্ঘ সময় ধরে বলিউড ইন্ডাষ্ট্রিতে যুক্ত রয়েছেন। এবং তিনি তার আওভিনয় জগতের ক্যারিয়ারে অভিনয় করেছেন অসংখ্য সিনেমায়। তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা দর্শক মনে বিশেষ জায়গা করে নিতে সক্ষম হয়েছে। সম্প্রতি তার নতুন একটি সিনেমা মুক্তি পাচ্ছে। তবে এই সিনেমাটি নিয়ে বেশি উচ্ছাস্বিত তিনি। প্রথমবারের মতো বড় পর্দায় মায়ের অভিনীত সিনেমা দেখবে মেয়ে আদিরা। এই প্রসঙ্গে বেশ কিছু কথাও বলেছেন তিনি।
বলিউডের তারকা অভিনেত্রী রানী মুখার্জি। দীর্ঘদিন পর বড় পর্দায় মুক্তি পাচ্ছে তার অভিনীত সিনেমা ‘বান্টি অওর বাবলি টু’। প্রায় ১৬ বছর পর ফের বাবলির চরিত্রে হাজির হচ্ছেন এই অভিনেত্রী। এই সিনেমায় বহু বছর পর সাইফ আলি খানের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। মায়ের অভিনীত সিনেমাটি প্রথমবারের মতো বড় পর্দায় দেখবে আদিরা। এটা ভেবেই টেনশনে আছেন রানী।এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘এই প্রথমবার বড় পর্দায় মাকে দেখবে আদিরা। ও শুরু থেকেই সিনেমাটা নিয়ে খুবই উত্তেজিত। অনেক রকম পরামর্শও দিয়েছে আমাকে। এই সপ্তাহেই ওকে দেখাতে নিয়ে যাব ওর মায়ের ছবি! ও কী বলে, শোনার অপেক্ষায় আছি।’
এই সিনেমার শুটিংয়ে রানীর সঙ্গেই ছিল আদিরা। সেই স্মৃতিচারণ করে অভিনেত্রীর ভাষ্য, ‘আবুধাবিতে খুব মজা করে শুটিং করেছিলাম। ওখানকার এমিরেটস প্যালেসে শুটিং করেছিলাম। আউটডোরে আমার মেয়ে আদিরাও গিয়েছিল। ওখানে গিয়ে জায়গাটা ওর এত পছন্দ হয়ে গিয়েছিল যে, এখনও মাঝে মাঝেই বলে, মা আবার কবে আমরা আবুধাবি যাব?’ এদিকে বহুদিন পর সাইফ আলি খানের সঙ্গে জুটি বাঁধলেও তাদের কেমিস্ট্রি আছে আগের মতোই। রানী বলেন, ‘সাইফকে বহু বছর ধরে চিনি। একসঙ্গে প্রচুর সিনেমা করেছি। অনেক দিন পর কাজ করে দুজনেরই খুব ভালো লেগেছে। আমার মেয়ে আর ওর ছেলে, শুটিংয়ের ফাঁকে নিজেদের বাচ্চাদের নিয়েই গল্প করতাম।’
তিনি আরও বলেন, ‘কাজের ক্ষেত্রে আমরা পরস্পরকে খুবই সম্মান করি। আমাদের রসায়নের প্রতিফলন তাই পর্দায়ও দেখতে পান দর্শক। এতদিন পরে একসঙ্গে এই সিনেমাটা করতে গিয়ে বুঝতে পারলাম, আসলে আমরা একে অন্যের সঙ্গে কাজ করতে খুবই ভালোবাসি। নিজেরা মাঝে মাঝে বলছিলামও যে, আমাদের জুটি করে আরও বেশি ছবি হওয়া উচিত।’ সিনেমাটি নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে রানী বলেন, ‘এতদিন পরে যে সিনেমা হল খুলেছে আর কো/ভি/ডে/র ভয় কাটিয়ে সেখানে দর্শক আসছেন, এটা আশার কথা। ‘বান্টি অওর বাবলি টু’ পুরোদস্তুর পারিবারিক সিনেমা। ক্লিন কমেডি বলতে যা বোঝায়, সেটা এ সিনেমায় ভরপুর। তাই আশা করছি, সব বয়সের দর্শক সিনেমাটি উপভোগ করবেন। এত দিন পরে আমাদের ছবি বড় পর্দায় দেখে দর্শকের কী প্রতিক্রিয়া হয়, সেটা দেখার জন্য আমি খুবই উৎসুক।’
অবশ্যে দীর্ঘ দিন ধরে ভাইরাস ভীতির প্রকোপে সিনেমা হল গুলো বন্ধ ছিল। এবং অভিনেতা-অভিনেত্রীরা কর্মহীন হয়ে ঘরবন্দী ছিল। তবে সম্প্রতি সিনেমা হল গুলো চালু হয়েছে। এবং নতুন নতুন বেশ কয়েকটি সিনেমা প্রদর্শিত হয়েছে। দীর্ঘ দিন পর সিনেমা হল গুলো চালু হওয়ায় নতুন সিনেমা গুলো নিয়ে বেশি উচ্ছাস্বিত বিনোদন প্রেমীরা।