ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্যতম একটি সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’। দলের উন্নয়নের পেছনে নানা ভূমিকা রেখে চলেছে এ সংগঠনটি। আর একটা সময়ে এ সংগঠনটির অন্যতম একটি পদে ছিলেন ডাকসুর সদ্য সাবেক জিএস গোলাম রাব্বানী। কিন্তু হঠাৎই এক ধমকা ঝড়ো হাওয়ায় পাল্টে যায় তার জীবন। ছাত্রলীগ থেকে চিরজীবনের জন্য বহিষ্কার হন তিনি। তবে এদিকে এবার জানা গেল, দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপের পরিচালক (হেড অব করপোরেট অ্যাফেয়ার্স) পদে যোগদান করেছেন গোলাম রাব্বানী।
শনিবার (১৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম একটি পোস্টের মাধ্যমে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
চাকরিতে যোগদান বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক শীর্ষ নেতা ও ডাকসুর জিএস হওয়ার পর চাকরিতে যোগ দেওয়ার ইতিহাস নেই কারও। চাকরিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। যমুনা গ্রুপের মালিকদের অনুরোধ এবং আমাকে নিজের স্বাধীনমতো কাজ করতে দেওয়ার শর্তে আমি এখানে যোগদান করেছি।। আরেকটি বিষয় হলো, রাজনৈতিক নেতাদের আলাদা কোনো বেতন নেই। আমি মনে করি রাজনৈতিক নেতাদের আয়ের কিছু দৃশ্যমান উৎস থাকা উচিত। সেখান থেকে যমুনা গ্রুপে যোগ দিলাম।
তিনি আরও বলেন, তিনি আরও বলেন, আমি সবসময়ই গতানুগতিক ধারার বাইরে নতুন কিছু নিয়ে কাজ করতে চাই। আমি নতুন কিছু করতে এবং চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। তাই আমি এখানে গতানুগতিক ধারার বাইরে এসে যোগ দিয়েছি। এটা খুবই চ্যালেঞ্জিং কাজ। যমুনা গ্রুপের ৪১ টি উদ্বেগ রয়েছে। আমাকে আমার জায়গা থেকে এর সমস্ত ব্যবসা দেখতে হবে। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আমি যমুনা গ্রুপকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব।
এদিকে যমুনা গ্রুপে গোলাম রাব্বানীর চাকরি হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তাকে অভিনন্দন জানিয়েছেন অনেকেই। সকালেই মঙ্গল কামনা করে সৎ নিয়তে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।