প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের সব বিচারপতিদের নিয়ে এক বিশেষ সভা আহ্বান করেছেন। সভাটি আগামী মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকাল ৪টায় সুপ্রিম কোর্টের মূল ভবনের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত হবে।
রবিবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) মো. আতিকুস সামাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আগামী ৩ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৪টায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে সুপ্রিম কোর্টের মূল ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত জাজেস লাউঞ্জে বিশেষ সভা অনুষ্ঠিত হবে।”
এই সভা নিয়ে বিচার বিভাগে নানা আলোচনা শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তের প্রেক্ষিতে এ সভা আহ্বান করা হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সভার এজেন্ডা সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি, তবে এটি সুপ্রিম কোর্টের সাম্প্রতিক কার্যক্রমে বিশেষ প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।