সাকিব আল হাসান আর দশজন খেলোয়াড়ের থেকে আলাদা। তার কথা বলার ধরনও আলাদা। সাকিবের বক্তব্যে সবসময়ই একটা ‘সাকিবি-স্টাইল’ থাকে। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে জয়ের পর রংপুর রাইডার্সের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেও স্টাইলের বাইরে যাননি সাকিব।
তার চোখে সমস্যা আছে, যার কারণে ব্যাটিংয়ে সমস্যা হচ্ছে তার। বলটা ঠিকমতো দেখতে পাচ্ছেন না। সাকিব নিজেই জানিয়েছেন, বিশ্বকাপের পর থেকেই তার চোখে ঠিকমতো দেখতে সমস্যা হচ্ছে। পরে বিসিবি জানায়, চোখের সমস্যায় ভুগছেন সাকিব।
সংবাদ সম্মেলনে প্রথম প্রশ্নটি এলো চো নিয়ে। চোখের কী অবস্থা এখন? সাকিবের সংক্ষিপ্ত জবাব, ‘ভালো আছে।’
ব্যাটিংয়ের কারণে চোখের সমস্যা হচ্ছে? সমস্যার বিস্তারিত জানতে চাইলে সাকিবের উল্টো প্রশ্ন, ‘ আপনাকে কে বলছে চোখের সমস্যা(হাসি)?’
সংবাদ সম্মেলনের বেশিরভাগ সময়ই সাকিবের মজার জবাব চলতে থাকে। রংপুর রাইডার্সের শেষ ম্যাচের পর সাকিবকে নিয়ে নানা প্রশ্ন শুনতে হয়েছে অধিনায়ক নুরুল হাসান সোহানকে। সোহান বলেন, সাকিব ভাইকে অনুরোধ করবো পরের বার আসার জন্য।
সোহান সেই অনুরোধেই কি এলেন কিনা? এবার সাকিবের মজার জবাব, ‘কোন অনুরোধ নেই। সরাসরি অর্ডার করা হয়েছে। ক্যাপ্টেন হুকুম দিয়েছে আমি আসছি।’
সংবাদ সম্মেলনে বারবার উঠে আসে সাকিবের চোখের সমস্যার কথা। চোখের অবস্থা এখন, কবে থেকে আগের মতো ব্যাট করতে পারবেন? সেই অবস্থায় ফিরতে কতটা আত্মবিশ্বাসী তিনি?
সাকিবের জবাব, ‘জানি না। আমার কোন ধারণা নেই যখন এটি ঠিক করা হবে। আর বারবার চোখে চোখ বলতেছেন। চোখের কোন সমস্যা নেই। আপনি চশমা দিয়ে যা দেখছেন, আমি চশমা ছাড়াই তার চেয়ে ভালো দেখি (হাসি)।’
তাহলে সমস্যা কোথায়? সাকিব বলেন, ‘(মেডিকেল) পরীক্ষায় কোনো সমস্যা নেই। সমস্যা কি, আমিও সেটাই খুঁজছি। আমি এটা বের করার চেষ্টা করছি। অন্যরাও চেষ্টা করছে।’
বারবার চেষ্টা করেছেন এতে সমস্যা বাড়ছে কিনা? এবার সাকিবের রহস্যময় উত্তর, ‘এটা ভালো প্রশ্ন। তার কারণেই তা বাড়ছে কিনা! আমি এটা কিভাবে খুঁজে বের করব? মাঝেমাঝে আমারও চিন্তা হয় এটা করা ঠিক হচ্ছে নাকি। আমিও কনফিউজড।’