দেশ স্বাধীনতার পর থেকে বর্তমান সময় পর্যন্ত দেশে গড়ে উঠেছে অসংখ্য রাজনৈতিক দল। তবে এদের মধ্যে অন্যতম ও জনপ্রিয় একটি দল জাতীয় পার্টি। এই দলটি পূর্বে বাংলাদেশের সরকারের দায়িত্ব পালন করেছে। এমনকি পরবর্তী সময়ে এই দলটি আওয়ামীলীগ দলের সাথে জোট বেঁধেও কসরকার গঠন করেছে। বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের প্রধান বিরোধী দলের ভূমিকায় রয়েছে। আজ এই দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু আগামী নির্বাচন প্রসঙ্গে জানালেন বেশ কিছু কথা।
জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘আমরা আগামীতে কারো সাথে প্রেম করব না, ৩০০ আসনেই মনোনয়ন দেব। সব জায়গায় জাতীয় পার্টির প্রার্থী দেওয়া হবে।’ মঙ্গলবার সকালে ময়মনসিংহ শহরে জাতীয় পার্টির সমাবেশে যোগ দেওয়ার পথে ত্রিশালে পথসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাপা মহাসচিব বলেন, লক্ষ লক্ষ কোটি কোটি বেকারের চাকরির ব্যবস্থা কীভাবে করা যায় সেটা নিয়ে ভাবছি। কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালুর চেষ্টা করছি।
কিছু দিন আগেই বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহনের আহ্বান জানিয়েছেন। এরই লক্ষ্যে দেশের সকল রাজনৈতিক দল গুলো বেশ সরব হয়েছে। এবং আগামী নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হওয়ার তাগিদে বেশ কয়েকটি দাবি জানিয়েছে সরকারের কাছে।