Thursday , November 14 2024
Breaking News
Home / opinion / কারো নজরে পড়লো না, কেউ চেইন টেনে ট্রেন থামালো না, আজিব বাত: পিনাকী ভট্টাচার্য

কারো নজরে পড়লো না, কেউ চেইন টেনে ট্রেন থামালো না, আজিব বাত: পিনাকী ভট্টাচার্য

মঙ্গলবার সকালে নেত্রকোনা থেকে ছেড়ে যাওয়া ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের তিনটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। রাজধানীর তেজগাঁও স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। এতে এক নারী ও তার শিশুসহ ট্রেনের চার যাত্রী নিহ’ত হন। আহত হয়েছেন আরও একজন। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিছু প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। এবার এই বিষয়টি নিয়ে সমালোচক পিনাকী ভট্টাচার্য সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তার সেই পোস্টটি হুবুহু তুলে ধরা হলো-

”এয়ারপোর্ট স্টেশনে আগুন লাগলো ট্রেনে। এয়ারপোর্টের পর ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন তারপরে বনানী স্টেশন পার হলো আগুনে জ্বলতে থাকা ট্রেন। কারো নজরে পড়লো না। কেউ চেইন টেনে ট্রেন থামালো না। আজিব বাত। হাসিনা নিজে বাচার জন্য আর কতো মানুষ মারবে?”

তবে রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই ধরনের কর্মকান্ড পশু শ্রেনির কর্ম বলে মনে করেন সাধারন মানুষ। আমরা যারা সাধারন মানুষ তারা এটাকে মেনে নিতে পারি না। এই সকল মানুষ সমাজের ঘৃন্য ব্যক্তি। একজন নারী ও তার কোলের সন্তান কী অপরাধ করেছিল? যারা এই নাশকতা ঘটিয়েছে, তারা কী জানতো না যে এটা সাধারন মানুষের প্রাননশের ঘটনা ঘটাতে পারে।

About bisso Jit

Check Also

আগামীকাল ক্যান্টনম্যান্টে হামলার পরিকল্পনা করেছে আঃলীগ, মিটিংয়ের ভিডিও আসছে: ইলিয়াস হোসেন

ড. বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল শীঘ্রই মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে খুব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *