আওয়ামীলীগ দীর্ঘ দিন ধরে জোর করে ক্ষমতায় রয়েছে। যার কারণে দেশের সাধারন মানুষ তাদের ভোটাধিকার হারিয়েছে।শুধু তাই নয় হারিয়েছে কথা বলার বাক স্বাধীনতা।অথচ এই আওয়ামীলীগের মন্ত্রী-এমপিরা দাবি করে তারা দেশে গণতন্ত্রকে রক্ষা করার জন্য আন্দোলন করে যাচ্ছে।আর আওয়ামীলীগ সরকারকে এই অবস্থানে আনার ক্ষেত্রে যারা ভূমিকা রেখেছে তারা অনেকের কাছে অপরিচিত। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
আজকে হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আমরা হাজির হয়েছি।
আজকে আমাদের চিনে রাখার পালা। কারা কারা হাসিনার পক্ষে দাড়িয়েছিলো। কারা কারা আওয়ামী ফ্যা/সিবাদের পক্ষে দাড়িয়েছিলো। আমি কোন অনায্য জাজমেন্ট করবো না। আমি দেখাবো তারা নিজেরাই বলেছে তারা আওয়ামী ফ্যাসিবাদের পক্ষে। এদের চিনে রাখবেন। এরা আগামীর বাংলাদেশে যেন স্থান না পায়। এটা কোন প্রতিহিংসা নয়। ফ্যাসিবাদের কলুষকে যারা প্রমোট করেছে নতুন গড়ে তোলা আগামীর বাংলাদেশের আকাশকে বাতাসকে সেই অপদার্থ আর অমানুষের নি:শ্বাসে কলুষিত হতে দেবোনা। তারা যতোই প্রতিভাবান হোক না কেন। তাদের যেই কন্ট্রিবিউশানই থাকুক না কেন? আমরা সেইসব মানুষদের চিনবো আর ইতিহাস থেকে দেখবো কিছু সাংস্কৃতিক ব্যক্তিত্বের ফ্যাসিবাদকে সমর্থনের ইতিহাস। আসেন শুরু করি। বাংলাদেশে কারা ফ্যাসিবাদের কালচারাল লাঠিয়াল ছিলো?