সম্প্রতি দুবাইয়ে টি-টোয়েন্টি ম্যাচ সম্পন্ন করে বাংলাদেশে সিরিজ খেলতে এসেছে পাকিস্তানি দল। ইতিমধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ সম্পন্ন হয়েছে। এবং দুটিতেই পরাজয় হয়েছে বাংলাদেশের ক্রিকেট দলের। এই নিয়ে চলছে বেশ আলোচনা-সমালোচনা ক্রিকেট প্রেমীদের মধ্যে। তবে এই আলোচনা-সমালোচনার মধ্যে নতুন একটি বিষয় উঠে এসেছে আলোচনায়। বাংলাদেশের মাঠে দেখা গিয়েছে পাকিস্তানের পতাকা নিয়ে অসংখ্য সমর্থকদের। তবে এবার এই সকল সমর্থকদের উদ্দেশ্যে বেশ কিছু কথা তুলে ধরলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচে কারা পাকিস্তানকে সমর্থন করেছে তা পরীক্ষা-নিরীক্ষা করে সরকার আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। রোববার মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ‘স্বাধীন বাংলা ফুটবল দলের জার্সি মুক্তিযুদ্ধ জাদুঘরের কাছে হস্তান্তর’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। আ ক ম মোজাম্মেল হক বলেন, এটা (বাংলাদেশের বিপক্ষে ম্যাচে পাকিস্তানকে সমর্থন করা) দুর্ভাগ্যজনক যদি কেউ করে থাকে। একটা টিমকে যে কেউ সমর্থন করতে পারে। কিন্তু বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানকে সমর্থন করা দেশপ্রেমিক নাগরিকের জন্য শোভন মনে হবে না।
তিনি বলেন, কবি কয়েকশো বছর আগে বলেছেন ‘যেসব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী। সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি।’ এ রকম কিছু তো থাকে। এটা সরকার পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে এবং আইনানুগ ব্যবস্থা নেবে। তারা বাংলাদেশের নাগরিক কিনা বা কারা তারা আমিও ঠিক জানি না। আমি শুনলাম আমরা দেখব বিষয়টি। এদিকে মাঠের বাইরে পাকিস্তানের জার্সি গায়ে এক বাংলাদেশি যুবকের ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ক্রিকেট বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলদেশেও বেশ জনপ্রিয় একটি খেলা। বিশ্বের বিভিন্ন দেশের অনেক খেলোয়াড়দের ভক্ত-অনুরাগী রয়েছে বাংলাদেশ। তবে দেশের মাটিতে নিজ দেশের খেলার অংশ গ্রহনে অন্য দেশের পতাকা নিয়ে সমর্থন করায় এই নিয়ে বেশ বির্তকের সৃষ্টি হয়েছে। এমনকি এই প্রসঙ্গে বাংলাদেশের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোষ্ট দিয়েছেন। এছাড়াও বিভিন্ন মহলেই এই নিয়ে চলছে বেশ আলোচনা-সমালোচনা।