সম্প্রতি গত কয়েকদিন আগেই কারাগার থেকে জামিনে ছাড়া পান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এরই মধ্যে হঠাৎই অসুস্থ হয়ে রাজধানী ঢাকার ভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। আজ রোববার (১৫ জানুয়ারি) সকালে সংবাদ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন লের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন
তিনি বলেন, “সকালে একটু অসুস্থ বোধ করছিল। এরপর চিকিৎসকের পরামর্শে মহাসচিবকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি কার্ডিওলজিস্ট অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে রয়েছেন।
মির্জা ফখরুলের স্বাস্থ্য নিয়ে চিকিৎসকরা কিছু পরীক্ষা-নিরীক্ষা করবেন জানিয়ে জাহিদ হোসার বলেন, “এখন তিনি সুস্থ আছেন। তার স্ত্রী রাহাত আরা বেগম তার স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
২০১৫ সালে কারাগারে থাকার সময় মির্জা ফখরুলের ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। প্রতি বছর মির্জা ফখরুল এই রোগের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান।
৭৫ বছর বয়সী এই রাজনীতিবিদের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসও রয়েছে।
উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর দিবাগত রাত ৩ টার দিকে নিজ বাসা থেকে গ্রেপ্তার হন মির্জা ফখরুল। এরপর দীর্ঘ এক মাস কারাভোগের পর গত ৯ জানুয়ারি জামিনে জেল থেকে মুক্তি পান তিনি।