নির্বাচনপূর্ব সহিংসতার মামলায় আদালতে আত্মসমার্পণ করে জামিন চেয়েছিলেন গোলাম রসুল চৌধুরী রাহেল, তবে আদালত তা এ আবেদন প্রত্যাখ্যান করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কিন্তু অবাক করা বিষয়টি হলো, কারাগারে এক রাত থাকার পরই জামিনে মুক্তি পেয়ে যান তিনি। এদিকে জানা গেছে, গোলাম রসুল চৌধুরী রাহেল ক্ষমতাসীন দলের মেয়র প্রার্থী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিনের জামাতা।
এর আগে সোমবার তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলেও আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠায়।
মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন রাহেলের আইনজীবী।
জেলা ও দায়রা জজ মো. হাসানুল ইসলাম দীর্ঘ শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন। পরে তিনি কারাগার থেকে মুক্তি পান। তিনি এক রাত জেলে ছিলেন।
এদিকে এ ঘটনায় মামলায় বাদী পক্ষের লোকজন হতাশা প্রকাশ করেছেন বলে জানা গেছে। সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা কারাগারের জেলার জয়নাল আবেদীন ভুইয়া।