রাজধানীর পল্টন থানায় দায়ের করা তিন মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে জামিন দিয়েছেন আদালত। ফলে কারাগার থেকে তার মুক্তির পথে কোনো বাধা ছিল না।
ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত এ আদেশ দেন।
এর আগে, ১৮ ফেব্রুয়ারি একই আদালত আরও পাঁচটি মামলায় দুদুকে জামিন দেয়।
আজ বিকেলে শামসুজ্জামান দুদুর আইনজীবী মাসুদ আহমেদ তাদলুকদার জামিনের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, এই তিন মামলায় নতুন করে জামিন হওয়ায় সব মামলায় তার জামিন মঞ্জুর হয়েছে। ফলে কারাগার থেকে মুক্তি পেতে তার জন্য কোনো বাধা ছিল না।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর দুপুর ১২টার দিকে গোয়েন্দা পুলিশ হিসেবে চিহ্নিত ১৫-২০ জনের একটি দল শামসুজ্জামানকে তার বড় বোনের সেনানিবাসের বাসা থেকে তুলে নিয়ে যায়। পরদিন ওই হামলার মামলায় আদালত তিনজনকে রিমান্ডের আদেশ দেন। প্রধান বিচারপতির বাসভবনে পুলিশের ওপর হামলা ও এক পুলিশ সদস্যকে হত্যা। রিমান্ড শেষে গত ৯ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।