গত মঙ্গলবার সাবরিনাসহ আট আসামিকে ১১ বছরের কারাদণ্ড দেন আদালত। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক ও জেকেজির চেয়ারম্যান সাবরিনা বর্তমানে কাশিমপুরের মহিলা কারাগারে রয়েছেন। আর জেকেজির সিইও আরিফ কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে।
কারা সূত্র জানায়, রায় ঘোষণার আগে কারাগারে ডিভিশন প্রাপ্ত ড. সাবরিনার রায়ের পর তার ডিভিশন বাতিল করা হয়। ফলে এখন থেকে সাধারণ বন্দীদের মতোই দিন কাটাতে হবে তাদের।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের একটি সূত্র জানায়, রায় ঘোষণার পর মঙ্গলবার বিকেলে আরিফুল হক চৌধুরীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। বুধবার সকালে তাকে বন্দীর সাজে সাজানো হয়।
নমুনা পরীক্ষায় প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত জেকেজি হেলথকেয়ারের শীর্ষ কর্মকর্তা ডা. সাবরিনা চৌধুরী কারাগারে বন্দির সাজে। একই মামলায় সাজাপ্রাপ্ত স্বামী আরিফুল হক চৌধুরীকে কারাগারে রান্না দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে।
সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়ে আজ তাকে কাজ দেওয়া হয়েছে। কারা সূত্র জানায়, আরিফকে রান্নাঘরে কাজ করতে হবে। তিনি বন্দীদের রান্নার তদারকি করবেন। কারাসূত্র জানায়, আজ সারাদিন খুব বিষণ্ণ ছিল আরিফ।
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় সাবরিনাকে কাশিমপুর মহিলা কারাগারে নিয়ে যাওয়া হয়। আজ সকালে তাকেও বন্দি করা হয়েছে। তবে আজ তাকে কোনো কাজ দেওয়া হয়নি বলে জানিয়েছেন কারাসূত্র।