সৌদি আরব নতুন নির্দেশ জারি করেছে যে শুধুমাত্র ওমরাহ হজযাত্রীরা পবিত্র কাবায় প্রবেশ করতে পারবেন। দেশের দুটি পবিত্র মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত কর্তৃপক্ষ জানিয়েছে, ওমরা হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তারা যাতে নির্বিঘ্নে ও সহজে ওমরাহ পালন করতে পারে সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
গালফ নিউজের মতে, রাষ্ট্রীয় সংস্থা কাবায় নামাজ পড়তে ইচ্ছুক মুসলমানদের নির্দিষ্ট স্থানে যেতে বলেছে। পবিত্র রমজান মাসের ঠিক আগে এই ঘোষণা দেওয়া হয়। সাধারণত বছরের অন্য সময়ের তুলনায় রমজানে বেশি লোক ওমরাহ পালন করে। আরবি বছরের নবম মাস হলো রমজান। এ বছর সৌদিতে ১১ মার্চ থেকে তাৎপর্যপূর্ণ এ মাসটি শুরু হতে পারে।
সৌদি সরকার সম্প্রতি বিদেশি হজযাত্রীদের ওমরাহ পালনের সুবিধার্থে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। দেশটি ভিসা প্রক্রিয়াও সহজ করেছে। এখন ব্যক্তিগত ভিসা, ট্যুরিস্ট ভিসাধারীরাও ওমরাহ করার সুযোগ পাচ্ছেন। এএছাড়া মদিনায় মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর রওজা মোবারকেও যাওয়ার সুযোগ পান তারা।
বর্তমানে সৌদি আরব ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করেছে। এছাড়া নারীদের সঙ্গে পুরুষ সঙ্গী থাকার যে বাধ্যবাধকতা ছিল; সেটিও তুলে দিয়েছে।