মঙ্গলবার রাতে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের গুরুত্বপূর্ণ সদস্য তামিম ইকবাল খানের জায়গা হয়নি। তবে তামিমকে ছাড়া বিশ্বকাপ স্কোয়াড মেনে নিতে পারছেন না দেশের ক্রিকেটপ্রেমীরা। তারা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়েছেন। এই তালিকায় রয়েছেন জনপ্রিয় নায়ক ওমর সানি।
ওমর সানি নিজের ফেসবুকে লিখেছেন, ‘আপনারা যারা নির্বাচক আপনাদের খেলা আমি দেখেছি। স্টেডিয়ামে বসে বলুন আর টিভির পর্দায় বলুন। ভীষণ পুরুষত্ব ফুটে উঠত। আজকে এমন কী হলো কাপুরুষের মতো ঘোষণা করতে হবে তামিম ইকবাল বাংলাদেশ টিমেই নেই।’
তারপর লিখেছেন, ‘একজন সুপারস্টারের কথায় এই সিদ্ধান্ত নিয়েছেন মানলাম। আপনার জায়গায় আমার মতো একজন নাগরিক থাকলে বলতাম আমি পদত্যাগ করলাম। সরি একজন খেলোয়াড় তামিম ইকবাল।’
সম্প্রতি নেট মিডিয়ায় মতামত প্রকাশ করতে গিয়ে সমালোচনার মুখে পড়েছেন ওমর সানি। তাই তামিমকে নিয়ে কিছু কথা লিখলেও মন্তব্যের ঘরে দুই লাইন লিখেছেন। সেখানে তিনি লিখেছেন, এই পোস্ট কারো উদ্দেশ্যে নয়। সবার প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা আছে। কারণ আমরা সবাই একটা বাংলাদেশ।
এর আগে সবাইকে চমকে দিয়ে গত ৭ জুলাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তামিম। তখনও তামিমের পাশে ছিলেন সানি। তামিমকে ডাকলেন ফিরে আসতে।
ওমর সানি লিখেছেন, তামিম ইকবাল তোমাকে দুই একজন হয়তোবা চায় না। কিন্তু সারা বাংলাদেশের মানুষ তোমাকে চায়। আমরা এখন আপনার চেয়ে ভালো ওপেনার ভাবতে পারি না। ফিরে এসো তামিম ইকবাল।’