সম্প্রতি কানাডার টরোন্টোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়ে এই মুহূর্তে দেশটির এক হাসপাতালের আইসিইউতে চিকিসাধীন রয়েছন বাংলাদেশের তুমুল জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার। তবে ইতিমধ্যেই জানা গেল, বর্তমানে তার শারীরিক অবস্থা আগের তুলনায় অনেক ভালো।
বিশিষ্ট গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘বিশ্বজিতের (কুমার বিশ্বজিৎ) সঙ্গে এই মাত্র কথা হয়েছে আমার। সে হাসপাতালেই আছে।
আমাকে বললেন, নিবিড় এখন আগের চেয়ে ভালো। তিনি এখনও আইসিইউতে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বিশ্বজিৎ। ‘
দুর্ঘটনাটি ঘটেছে গত সোমবার কানাডার স্থানীয় সময় রাত সাড়ে ১১টায়। দুর্ঘটনার পর, অন্টারিও প্রাদেশিক পুলিশ (OPP) বলেছে যেটরেন্টোর হাইওয়ে ৪২৭–এর দুনদাস স্ট্রিট ওয়েস্টে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এ সময় গাড়িটি অতিরিক্ত গতিতে চলছিল। সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে আগুন ধরে যায়।
ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়ি থেকে চারজনকে উদ্ধার করে। ঘটনাস্থলেই গাড়ির পেছনের সিটে থাকা দুই আরোহীকে মৃত ঘোষণা করা হয়। সামনের সিটে বসা ছাত্রকে উদ্ধার করে ট্রমা সেন্টারে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় আরিয়ান আলম দীপ্ত, শাহরিয়ার খান ও অ্যাঞ্জেলা বারোই নামে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। গাড়ির চালক ছিলেন নিবির কুমার। আশঙ্কাজনক অবস্থায় নিবিরকে টরন্টোর সেন্ট মাইকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে।
এদিকে ছেলের দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত স্ত্রীকে নিয়ে কানাডার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন কুমার বিশ্বজিত। এই মুহূর্তে ছেলের পাশেই রয়েছেন তারা।