সিমরিন লুবাবা প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি। শিশুশিল্পী হিসেবে অনেক সম্মান পেয়েছেন। এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহজেই জনপ্রিয়তা পেয়েছেন। তবে সম্প্রতি সেখানেই ট্রোলড হচ্ছেন এই ছোট্ট শিল্পী। এ কারণে তার পরিবার আইনি ব্যবস্থা নিচ্ছে। লুবাবার মা জাহিদা ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আমি ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার ডেঙ্গুর কারণে সময় নিচ্ছি। আমি সুস্থ হলে হারুন সাহেব (অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) হারুন অর রশিদ) এর সাথে কথা বলব। কারণ এতে আমার সন্তানের সমস্যা হচ্ছে।’
তিনি বলেন, লুবাবরের নামে একের পর এক ভুয়া অ্যাকাউন্ট খোলা হচ্ছে। তার মতে, লুবাবার নামে অনেক ভুয়া অ্যাকাউন্ট খোলা হচ্ছে। ও টিকটক করে না। অথচ ওর নামে আইডি খুলে টিকটক করছে অনেকে।তাদের অনুসারী বাড়ছে। আমি এটা লক্ষ্য করছি. আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই কাজগুলো করছে তাকে আমি ছাড় দেব না। আমার সন্তানকে তারা কটাক্ষ করছেন। আমি তাদের নামে জিডি (সাধারণ ডায়েরি) করব।’
প্রসঙ্গত, সম্প্রতি লুবাবার একটি কথোপকথন ভাইরাল হয়েছে। আলাপচারিতার এক পর্যায়ে লুবাবা বলেন, ‘কেন্দে দিয়েছি’। এরপর থেকেই ট্রোলড হচ্ছেন তিনি। যা এখনো চলছে সোশ্যাল মিডিয়ায়। ফেসবুকে তার সমালোচনাও করেছেন কয়েকজন তারকা।