Friday , September 20 2024
Breaking News
Home / opinion / কাদেরকে ‘বেঈমান’ হিসেবে আখ্যা দিলেন এমপি মমতাজ

কাদেরকে ‘বেঈমান’ হিসেবে আখ্যা দিলেন এমপি মমতাজ

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ। তিনি শুধু একজন সঙ্গীত শিল্পীই নন, একজন রাজনীতিবিদও। তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই সক্রিয় থাকতে দেখা যায়। সাম্প্রতিক সময়ে এই পপ সম্রাজ্ঞী তার ব্যক্তিগত ফে’সবুক অ্যাকাউন্টে একটি ভিন্ন ধরনের স্ট্যাটাস দিয়েছেন। যেটা নিয়ে অনেকের নিকট কৌতুহলের সৃষ্টি হয়েছে, আবার অনেকের নিকট বিষয়টি রহস্য হিসেবে দেখা দিয়েছে

কিছুদিন আগে গায়ক আসিফ আকবরের ছেলের বিয়ের নিমন্ত্রণ নিয়ে হতাশা নিয়ে একটি ‘মজার’ পোস্ট করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হয়। এরপর সোমবার মানিকগঞ্জ-২ আসনের এই সংসদ সদস্য ফে”সবুকে লেখেন, ‘সাপ পালছিলাম দুধ দিয়া।’ তার পোস্টের নিচে অনেকেই প্রশ্ন করেছেন, ‘কে সেই সাপ?’

কেউ কেউ তাকে বিশ্বাসঘাতক থেকে কৌশলি হতে ও সতর্ক হওয়ার পরামর্শ দেন। পোস্টটি নিয়ে অনেকেই মজা করেছেন। কেউ একজন প্রশ্ন করেন- দুধের সাথে কলা দিয়েছিলেন? কণ্ঠশিল্পী আঁখি আলমগীর লিখেছেন, ‘দিন শেষে যে পালে তারই দোষ।’

সেই পোস্ট নিয়ে রেশ কাটার আগেই আরেকটি ‘রহস্যময়’ স্ট্যাটাস দেন এমপি মমতাজ।

এবার তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, বেইমানদের মুখে ঝাড়ুর বাড়ি।’ মমতাজ কাদেরকে ‘বেইমান’ আখ্যা দিয়ে বিষয়টি রহস্যই রেখেছেন। তবে রহস্য উদঘাটন হোক বা না হোক, মমতাজের শুভানুধ্যায়ীরাও মন্তব্যে ‘আলহামদুলিল্লাহ’ লিখছেন।

অনেকের মতে, গায়িকা মমতাজ বেগম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সক্রিয়। তিনি প্রায়ই ব্যক্তিগত অভিজ্ঞতা এবং অনুভূতি সম্পর্কে ফে”সবুকে পোস্ট করেন। এর আগে গায়ক আসিফ আকবরের বড় ছেলে রণ’র বিয়েতে আমন্ত্রণ না পেয়ে মমতাজ ফে”সবুকে লিখেছিলেন, “হায় রাজনীতি! আজ আমি এমপি না হলে বিয়েতে দাওয়াত পেতাম।’ গায়িকা সাথে একটি কান্নার ইমোজিও যোগ করেন।

মমতাজের পোস্টে মন্তব্য করে আসিফ লিখেছিলেন, ‘প্রিয় মম (মমতাজ এমপি), তুমি আমার সবচেয়ে ভালো পারিবারিক বন্ধু। এখানে রাজনীতি আসার সুযোগ নেই। ছেলের বিয়ের জন্য মাত্র চার দিন সময় পেয়েছি। হঠাৎ করেই ঘটে গেল সবকিছু। তোমাকে কন্টাক্ট করার মত সরাসরি যোগাযোগের ব্যবস্থা আমার কাছে নাই। কিন্তু আমি তোমাকে আমার হৃদয় থেকে ফিল করেছি। আমি তোমার চিরদিনের বন্ধু। বাচ্চাদেরসহ একটি দিন সময় দেন। আমাদের বাড়িতে আপনার সারাজীবন দাওয়াত থাকলো।

উল্লেখ্য, কিছুদিন আগে আসিফ আকবরের ছেলের বিয়ে সম্পন্ন হয়। এই বিয়েতে আসিফ আকবর পপ সম্রাজ্ঞী মমতাজকে দাওয়াত দিতে পারেননি। এদিকে মমতাজ আসিফ আকবরের ছেলের বিয়েতে দাওয়াত পাননি বলে আক্ষেপ প্রকাশ করেছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জবাব দিয়েছিলেন সংগীতশিল্পী আসিফ আকবর।

About bisso Jit

Check Also

বাঁধন নৌকার লোক বলে কঠিন পরিণতি ভোগ করতে হইতো: পিনাকি

ছাত্র আন্দোলনে তারকাদের মধ্যে প্রথম সারিতে ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি আওয়ামী সরকারের বিরুদ্ধে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *