বিশ্বব্যাপী চলমান মহা’মারী পরিস্থিতির প্রভাব কাটিয়ে উঠতে এখনও চেষ্টায় রয়েছে বাংলাদেশ, তবে অনেকটা কাটিয়ে উঠতে পারলেও দেশের অর্থনীতিতে আরেকটি বড় ধাক্কা এসেছে তেলের দাম বাড়ার কারনে।, যার প্রভাব ইতিমধ্যে সকল ক্ষেত্রে পড়তে শুরু করেছে। হঠাৎ করে নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি শিল্পে বড় ধরনের স্থবিরতা সৃষ্টি করে তুলেছে। এর ফলে আবাসন খাতসহ দেশের নির্মাণ শিল্পে প্রভাব পড়েছে এবং প্রায় সাড়ে ৩ লক্ষ শ্রমিক তাদের কাজ হারাতে পারেন বলে ধারনা করা হচ্ছে।
আজ সোমবার ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এর সভাপতি সভাপতি মো. রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মো, আব্দুর রাজ্জাক এক বিবৃতিতে নিমার্ণ সামগ্রীর দাম বাড়ায় এমন উদ্বেগ জানিয়েছেন।
ইনসাবের পাঠানো এক বার্তায় বলা হয়, গত ৪-৫ মাসের ব্যবধানে নির্মাণখাতে ব্যবহৃত রড, সিমেন্ট, ইট-বালু, পাথর, থাই গ্লাস, অ্যালুমোনিয়াম পণ্যসহ সবধনের নির্মাণ সামগ্রীর মূল্য ২০-২৫ শতাংশ বেড়েছে। এর ফলে নির্মাণ শ্রমকিদের কাজ হারানোর শঙ্কা তৈরি হয়েছে।
এতে আরও বলা হয়েছে যে, কাঁচামালের দাম বাড়ার অজুহাত দেখিয়ে নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধির ফলে উন্নয়ন কর্মকাণ্ডসহ নির্মাণ খাতে স্থবিরতা নেমে আসতে শুরু করেছে। নির্মাণ খাতের স্থবিরতা নিরসনে এবং শ্রমজীবী মানুষের জীবন-জীবিকার বিষয়টি বিবেচনায় আনার মাধ্যমে খুব স্বল্প সময়ে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।