যোগাযোগ মাধ্যমে আলোচিত এই ব্যক্তির নাম পিনাকী। তিনি প্রায় সময় দেশে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় ও রাজনৈতীক নেতাদের নিয়ে মন্তব্য করে থাকেন। এবার বাংলাদেশ আইএমএফের ঋণ না চাওয়ার বিষয় নিয়ে পিনাকীর যোগাযোগা মাধ্যমে পোষ্ট খুব দূরুত্ব ভাইরালয়।
তিনি তার যোগাযোগ মাধ্যমের পেজে লেখেন, লোটাস কামাল আইএমএফের ঋণ চান না। বাংলাদেশে দল পাঠাচ্ছে আইএমএফ। সব জাতীয় দৈনিকের খবরে বলা হয়েছে, বাংলাদেশ ঋণ চাইছে। আর লোটাস কামাল বলেন, তিনি ঋণ চান না।
আসল কথা হলো এই মেয়াদটি আইএমএফের সাথে একমত নয়। যথেষ্ট ন্যায্য. এটা বলার অপেক্ষা রাখে না. কাঁচা কথা বলার কি দরকার? লোটা কামাল কেন পত্রিকায় প্রকাশের পর থেকে বিবৃতি দেননি? লোটা কামাল মিথ্যে বলে হাসিনাকে পরাজিত করতে পারলে মন্দ হয় না। হাসিনার বিকল্প পাওয়া যাবে তায়লার মধ্যে।
কিন্তু বটম লাইন হলো আমেরিকার সাথে হাসিনার কোনো চুক্তি হয়নি। আমেরিকা কিভাবে হাসিনারকে উল্লাস করবে সেটা দেখার অপেক্ষায় আছি।
তার এমন পাষ্টের মন্তব্যে অনেক পাঠক লিখেছেন, শেয়াল যখন দেখে আঙ্গুর ফল নাগাল পাবে না তখন ই হুক্কাহুয়া দিয়ে বলে উঠে আঙ্গুর টক পাকলে খাবো । সুধু যে একজন এমন নয় আরো অনেকে তার যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় তুলেছে।