সম্প্রতি রহিমা বেগম নামে এক নারী নিখোঁজ হওয়ার পর থেকে আলোচনার সৃষ্টি হয়। পরে মাকে পাওয়ার জন্য সংবাদ সন্মলেন করে কান্নায় ভেঙ্গে পড়ে রহিমা বেগমের মেয়ে মরিয়ম মান্নান। মাকে পাওয়ার এই আকুতি দেখে দেশের মানুষের তার বৃথায় ব্যথিত হয়। প্রশ্ন উঠে না মহলে এমন ঘৃনিত কাজ কে করল তাকে যে কোনো ভাবে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আনতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর আবশ্যক। কিন্তু রহিমা বেগমের উদ্ধারের পর ভিন্ন চিত্র প্রকাশ পেল। এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য পাঠকদের জন্য সেটি নিচে তুলে ধরা হলো।
এক মরিয়ম মান্নান পুরা জাতিরে খেলে দিলো। হাসিনা তো খেলবেই। হাসিনাও কাইন্দা কাইন্দা পাব্লিকের সিমপ্যাথি নিছে। কাইন্দা কাইন্দা হাসিনা রাষ্ট্রের দখল নিছে আর মরিয়ম মান্নান নিছে ফেইসবুকের লাইক শেয়ার। হাসিনার বিকল্প নাই, কথাটা ঠিক না।
প্রসঙ্গত, মায়ের সন্ধান পাওয়ার জন্য মরিয়ম মান্নান যে নাটকটা করেছে যা মানুষের মনে বিভ্রান্তি তৈরী হয়েছে মন্তব্য পিনাকী ভট্টাচার্য। তিনি বলেন, বিষয়টি যে ভাবে উপস্থান করেছে মানুষের সিমপ্যাথি পাওয়ার জন্য প্রকৃত বিষয়টি আড়াল করতে সেটি ন্যাক্কারজনক।