পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশ নিয়ে আবারও বিতর্কিত ও উসকানিমূলক মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, “বাংলাদেশ থেকে হাতে টানা তিন লাখ রিকশা কলকাতা দখলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।” সোমবার (৯ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
কলকাতার কাঁথিতে একটি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘আরে, ওদের (বাংলাদেশ) আছেটা কী? রাফাল (রাফায়েল যুদ্ধবিমান) রাখা আছে হাসিমারায় (পশ্চিমবঙ্গের আলিদুয়ারপুর শহরে ভারতীয় বিমানঘাঁটি)।’
তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে কোনো ধারণা রাখে না। তাই তাদের উচিত যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের কাছ থেকে ভারতের শক্তি সম্পর্কে জানা।”
শুভেন্দু অধিকারী এও বলেন, “আলু-পেঁয়াজের মতো সামান্য জিনিসের জন্যও বাংলাদেশকে ভারতের ওপর নির্ভর করতে হয়। যে দেশ একটি প্যাকেট আয়োডিনযুক্ত লবণও তৈরি করতে পারে না, তাদের নিজেদের সীমাবদ্ধতা বোঝা উচিত।”
তবে শুভেন্দুর এই বক্তব্যের বেশিরভাগই ভিত্তিহীন ও অযৌক্তিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, বাংলাদেশের কোথাও হাতে টানা রিকশার অস্তিত্ব নেই। বিশ শতকের দ্বিতীয় ও তৃতীয় দশকে দেশে রিকশা চালু হলেও, হাতে টানা রিকশার প্রচলন ছিল না। বর্তমানে বাংলাদেশে প্যাডেলচালিত ও ব্যাটারিচালিত রিকশারই আধিক্য।
শুভেন্দু অধিকারীর এসব মন্তব্যে উভয় দেশের মানুষের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের উসকানিমূলক বক্তব্য দুই দেশের সম্পর্ককে অস্থিতিশীল করার উদ্দেশ্যে দেওয়া হতে পারে।