ত্রিভুজ প্রেমের মারামারিতে দন্তপাটি খুলে ফেলার ঘটনায় দুই গ্রুপে বিভক্ত হয়ে গেছে ঢাকা পুলিশ:
——————————
ডিবি প্রধান হারুন সমর্থন দিচ্ছে এডিসি হারুনকে। কারন ডিবি হারুনের মতে এপিএস আজিজুল হক সহ ছাত্রলীগ প্রথমে পুলিশকে মেরেছে, তাই ওদের বিরুদ্ধে আগে মামলা হবে। অধস্তন পুলিশ সদস্যরাও তাই চাচ্ছে। রাষ্ট্রপতির এডিসির বিরুদ্ধে প্রমান তৈরি করতে সিসিটিভি রেকর্ড তুলে আনে। কিন্তু ডিবি প্রধান হারুনের ১ ব্যাচ জুনিয়র জয়েন্ট কমিশনার বিপ্লব কুমার সরকার বাধা দিচ্ছে।
জয়েন্ট কমিশনার বিপ্লব কুমার সরকার পক্ষ নিয়েছে ছাত্রলীগ ও এপিএস মামুনের। কারন বিপ্লব পুলিশে বেশিদিন থাকবেনা। ভারতে বাড়ী কিনেছে কয়েক কোটি টাকা দিয়ে। কয়েকজন পুলিশের চাকরী গেলো, না মারা গেল, এতে বিপ্লবের কিছু আসে যায় না। সে বাঁচাতে চায় ছাত্রলীগেকে, তাহলে তার পলিটিক্যাল লাভ। এইজন্য ৩ সদস্যের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, ঐখানে সে সভাপতি করেছে তার অধীনে কর্মরত DC Ops আবু ইউসুফকে (25 BCS), যেন পুরা দোষটা পুলিশের উপর চাপানো যায়।
এতে APS ও ছাত্রলীগ দুই গ্রুপ বাঁচবে, যার ফলে বিপ্লব দ্রুত DIG হতে পারবে, অন্যদিকে পুলিশ কমিশনারের চাকুরী (৩০ সেপ্টেম্বর শেষ), তাই তার Extension করাবে পলিটিক্যাল লবি ব্যবহার করে। ফলে পুলিশ কমিশনারও বিপ্লবের সাথেই থাকবে……! এভাবে বার বার পুলিশ মাইরও খাবে এবং চাকুরীর পাইন মারা খাবে!
কী বুঝলেন পুলিশ ভাইরা? এই বিপদ থেকে বাঁচাতে চাইলে যেইখানে প্রথম মারামারি হইছে সেইখানকার CCTV ফুটেজ দেখতে বলেন- কে আগে মেরেছে, ওদের বিরুদ্ধে এখনও মামলা হয়নি কেন?
Home / opinion / কমিশনার বিপ্লব পক্ষ নিয়েছে এপিএস মামুনের, কারন সে পুলিশে বেশিদিন থাকবেনা, ভারতে বাড়ী কিনেছে: শামসুল
Check Also
আগামীকাল ঢাকায় বড় কিছু ঘটানোর পরিকল্পনা, আপাতত যানবাহন তল্লাসি করুন: ইলিয়াস হোসেন
আওয়ামী লীগকে পুনর্বাসন করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি ও সংগঠন, যারা সংখ্যালঘু হিন্দুদের মধ্যে রয়েছে, পরিকল্পিতভাবে …