Friday , November 22 2024
Breaking News
Home / Countrywide / কবরে গেলেও বলব নৌকায় ভোট দে: শাহজাহান ওমর

কবরে গেলেও বলব নৌকায় ভোট দে: শাহজাহান ওমর

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহজাহান ওমর বলেন, বরিশাল, ঝালকাঠি, রাজাপুর, কাঁঠালিয়া অঞ্চলে বিএনপির শক্ত ঘাঁটি তৈরি করে আসছিলাম। নেত্রী শেখ হাসিনা এটা বুঝতে পেরেছেন, কানে কানে বলছেন, এবার সেটা উল্টে দিয়ে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলুন। আমি এটা করবো আমার প্রতি নেত্রীর যে আস্থা তার বর খেলাপ হবে না, ইনশাআল্লাহ।

সোমবার বিকেলে লেবুবুনিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমার অঞ্চলে নৌকার বাইরের কেউ এমপি নির্বাচিত হতে পারবে না। আমি কবরে গেলেও বলব- ওরে মাইনার দল তাড়াতাড়ি নৌকায় ভোট দে।
বিএনপি সম্পর্কে তিনি বলেন, আগে একটা দলে ছিলাম, আওয়ামী লীগে কেন এসেছি জানেন, রাজনৈতিক দল নির্বাচন না করলে এই দল টিকবে না।

নির্বাচন সম্পর্কে প্রার্থী বলেন, আসন্ন ৭ তারিখের নির্বাচনে ভোট দিতে সবাইকে কেন্দ্রে যেতে হবে। কেন্দ্রে বসে সীল মারা যাবে না। কারণ নির্বাচনে দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক থাকবেন। তারা কেন্দ্র থেকে কেন্দ্রে যাবে। সিল মারলে ছবি তুলে ছড়িয়ে দেবে। তাহলে নির্বাচন প্রশবিদ্ধ হবে।

তিনি বলেন, নির্বাচন নিয়ে দেশি-বিদেশি নানা যড়যন্ত্র চলছে। তাই ৫ শতাংশ, ১০ শতাংশ, ২০ শতাংশ ভোট পড়লে বিদেশি গণমাধ্যম ও বিরোধী দল এই নির্বাচনকে ‘অবৈধ’ বলে প্রচার করবে। ৭ তারিখে অন্তত ৬০ শতাংশ ভোট দিতে হবে।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোবহান খানের সভাপতিত্বে সাটুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত পথসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট খায়রুল আলম সরফরাজসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

About Babu

Check Also

থানায় অভিযোগ জানাতে গিয়ে উল্টো কট ব্যারিস্টার শাহজাহান ওমর

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সাবেক আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে কাঁঠালিয়া থানার একটি মামলায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *