‘ঘরে ঘুমিয়ে থাকলেও পাস করব, এটাই রাজনৈতিক বাস্তবতা’- কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন নির্বাচনী লড়াইয়ে তৃতীয় হয়েছেন। নির্বাচনী গণসংযোগে এমন বক্তব্য দেন তিনি। তিনি বিএনপির বহিষ্কৃত নেতা ও এই আসনের সাবেক সংসদ সদস্য। দুইবারের সাবেক এই সংসদ সদস্য জামানত হারিয়েছেন।
এ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক সংসদ সদস্য ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সোহরাব উদ্দিন। তিনি ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৮৯ হাজার ৪৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে পুলিশের সাবেক অতিরিক্ত ডিআই আবদুল কাহার আকন্দ পেয়েছেন ৬৮ হাজার ৯৩২ ভোট।
অন্যদিকে আখতারুজ্জামান রঞ্জন ট্রাক প্রতীক নিয়ে ১৬ হাজার ১৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
এ আসনের দুই উপজেলায় ভোট পড়েছে ১ লাখ ৭৯ হাজার ৮২টি। ফলে জামানত হারান আখতারুজ্জামান রঞ্জন।
রোববার দুই উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা গেছে।
মেজর (অব.) আখতারুজ্জামান গত ২৮ ডিসেম্বর নির্বাচনী প্রচারণায় তার বক্তব্যে বলেন, বিএনপির পতন ঠেকাতে আমার জীবনটা সামনে লেলিয়ে দিয়েছি। ৭ জানুয়ারি থেকে টার্নিং পয়েন্ট শুরু হবে। আমি বিএনপির পতনের ট্রাক থামাবো, ইনশাল্লাহ। আমি ঘরে ঘুমিয়ে থাকলেও পাস করব। এটাই রাজনৈতিক বাস্তবতা।