Wednesday , January 15 2025
Breaking News
Home / Entertainment / কথোপকথনের ভুল ব্যাখ্যা করেছে এনসিবি, আমাকে ফাঁসানো হচ্ছে: আরিয়ান

কথোপকথনের ভুল ব্যাখ্যা করেছে এনসিবি, আমাকে ফাঁসানো হচ্ছে: আরিয়ান

গত ২ অক্টোবার মা/দ/ক কান্ডে গ্রেফ/তা/র হয়েছেন বলিউডের বাদশহ খ্যাত অভিনেতা শাহরুখ পুত্র আরিয়ান খান। গ্রেফতারের পর থেকে এখন পর্যন্ত কারা/গা/রে রয়েছেন তিনি। এমনকি তার বিরুদ্ধে তদন্তে নেমেছে ভারতের মা/দ/ক নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটির তদন্তে উঠে এসেছে আরিয়ানের মা/দ/ক কান্ডে নানা তথ্য।

একাধিকবার জামিনের শুনানিতে হেরে গেছেন আরিয়ান খানের আইনজীবী সতীশ মানিশিন্দে। যে কারণে শাহরুখপুত্রের এখন ঠিকানা মুম্বাইয়ের আর্থার রোডের জেলে ব/ন্দী/জী/বন পার করছেন। আগামী মঙ্গলবার ফের জামিনের শুনানি চলবে। সেদিন আরিয়ান জামিন পাবেন কি? তা এখনও স্পষ্ট নয়। মূলত আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাটকে পুঁজি করেই জিতে যাচ্ছে ভারতের মা/দ/ক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)। প্রভাবশালী হওয়ায় জামিন পেলে তথ্যপ্রমাণ নয়ছয় করতে পারেন তিনি— জামিনের আবেদন খারিজ করার সময় এনসিবির এই যুক্তিতে বারবারই সহমত দিয়েছেন বিশেষ আদালতে। কিন্তু যেই হোয়াটসঅ্যাপ চ্যাটকে ঘিরে এতো যুক্তি দাঁড় করেছে এনসিবি— তার কোনো ভিত্তি নেই বলে দাবি আরিয়ানের। আরিয়ান দাবি করেছেন, তার হোয়াটসঅ্যাপ চ্যাটের ভুল ব্যাখ্যা করছে এনসিবি। তাকে ফাঁসানো হচ্ছে। জামিনের জন্য আবেদন করে হাইকোর্টকে এমনই বললেন শাহরুখপুত্র।

বুধবার হাইকোর্টের দ্বারস্থ হন আরিয়ান। ২৬ অক্টোবর তার জামিনের শুনানি। সেখানে আরিয়ান বলেন, আমার হোয়াটসঅ্যাপে কথোপকথনকে ‘ভুল এবং অন্যায়’ ভাবে ব্যাখ্যা করা হয়েছে। ওই পার্টিতে আমার কাছ থেকে কোনো মা/দ/ক পায়নি এনসিবির গোয়েন্দারা। ওই পার্টিতে আসা আরবাজ শেঠ মার্চেন্ট ছাড়া আর কারও সঙ্গেই পরিচয় নেই আমার। হোয়াটসঅ্যাপে কথোপকথনের উপর ভিত্তি করে এনসিবি যে তদন্ত চালাচ্ছে, তার সঙ্গে এই মা/দ/ক/কা/ণ্ডে/র কোনো যোগসূত্র নেই। আমাকে ফাঁসানো হচ্ছে। তিনি আরো বলেন, আইনত আগে থেকেই ধরে নেওয়া যায় না যে একজন ব্যক্তি প্রভাবশালী হলেই তিনি তথ্যপ্রমাণ লোপাট করার চেষ্টা করবেন।

উল্লেখ্য, ভারতের মা/দ/ক নিয়ন্ত্রক সংস্থা এখন পর্যন্ত মা/দ/ক/কা/ণ্ডে মোট ২০ জনকে গ্রে/ফ/তার করেছে। এদিকে আরিয়ানের সেই হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্র ধরে তৃতীয় দফায় তলব করা হয়েছে বলিউডের নতুন প্রজন্মের উঠতি অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে। আরিয়ান খানের বাল্যবন্ধু অনন্যা।

About

Check Also

দৌলতদিয়া পল্লীতে কাজের অভিজ্ঞতা নিয়ে যা বললেন রুনা খান

জনপ্রিয় অভিনেত্রী রুনা খান তার অভিনয় দক্ষতা এবং অসাধারণ চরিত্র উপস্থাপনার জন্য দর্শকদের হৃদয়ে জায়গা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *