বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসো’সিয়েশনের সভাপতি র’মেশ ঘোষ মনে করেন, জ্বালানি তেলের দাম বাড়ায় যাত্রীদের ওপর চাপ ব্যাপকভাবে বাড়বে। তিনি বলেন, এক সাথে জ্বালানি তেলের এমন মূল্য বৃদ্ধি নজিরে আছে কিনা সে ব্যাপারটি মনে নেই। শ্যামলী পরিবহনের মালিক দেশের জনপ্রিয় এক গনমাধ্যমকে বলেন জ্বালানি তেলের এমন নজির বিহীন মূল্য বৃদ্ধি দেশের পরিবহনের ভাড়ার ওপরে প্রভাব ফেলবে বলে মনে করছেন তিনি।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে প্রতি কিলোমিটারে বাসভাড়া সর্বোচ্চ ২৯ পয়সা এবং লঞ্চে ৪২ পয়সা বাড়তে পারে বলে ধারণা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। শনিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি সম্পর্কে জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দূরপাল্লার বাসে বর্তমানে (৫২ আসনের) প্রতি কিলোমিটারে প্রত্যেক যাত্রীর ভাড়া ১ টাকা ৮০ পয়সা। ডিজেলে দাম লিটারপ্রতি ৩৪ টাকা বাড়ানোয় প্রতি কিলোমিটারে ২৯ পয়সা বেড়ে এ ভাড়া হবে ২ টাকার মতো। প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ছে ১৬ দশমিক ২২ শতাংশ। বর্তমানে সিটি এলাকায় (৫২ আসনের) বাসে প্রতি কিলোমিটারের প্রত্যেক যাত্রীর ভাড়া ২ টাকা ১৫ পয়সা। প্রতি কিলোমিটারে ২৮ পয়সা বেড়ে এ ভাড়া হবে ২ টাকা ৪৩ পয়সার মতো। প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ছে ১৩ দশমিক ১৬ শতাংশ।
এ ছাড়া লঞ্চে বর্তমানে প্রতি কিলোমিটারে প্রত্যেক যাত্রীর ভাড়া ২ টাকা ১৯ পয়সা। প্রতি কিলোমিটারে ৪২ পয়সা বেড়ে এ ভাড়া হবে ২ টাকা ৬২ পয়সা। সে হিসাবে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ছে ১৯ দশমিক ১৮ শতাংশ। এদিকে, ভাড়া বিষয়ে আলোচনায় আজ (শনিবার) বিকেল ৫টায় পরিবহন মালিকরা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে ভাড়া বাড়ানো হতে পারে বলে জানা গেছে। শুক্রবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ১২টার পর থেকে ডিপোর ৪০ কিলোমিটারের ভেতর ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য লিটারপ্রতি ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, লিটারপ্রতি অকটেন ১৩৫ টাকা ও লিটারপ্রতি পেট্রোল ১৩০ টাকা হবে। এতদিন কেরোসিন ও ডিজেল প্রতি লিটার ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা প্রতি লিটার ও পেট্রোল ৮৬ টাকা প্রতি লিটারে বিক্রি হচ্ছিল।
উল্লেখ্য, জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটার ৩৪ টাকা থেকে ১১৪ টাকা, পেট্রোলের দাম ৪৪ টাকা বেড়ে ১৩০ টাকা এবং অকটেনের দাম ৪৬ থেকে ১৩৫ টাকা বাড়ানো হয়েছে। এই নতুন দাম শুক্রবার মধ্যরাত ১২টা থেকে কার্যকর করা হয়েছে। সরকার এর আগে গত নভেম্বরে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ১৫ টাকা বাড়িয়েছিল। তখন দাম নির্ধারণ করা হয় প্রতি লিটার ৮০ টাকা। ডিজেলের দাম বৃদ্ধির পর বাসের ভাড়া বেড়েছে প্রায় ২৭ শতাংশ, যা তেলের দাম বৃদ্ধির হারের চেয়ে অনেক বেশি। একইভাবে লঞ্চ ভাড়া ৩৫ শতাংশ বাড়ানো হয়েছে।