ভারতীয় দক্ষিণী সিনেমার অত্যন্ত জনপ্রিয় ও সাড়া জাগানো অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তবে পর্দায় সামান্থা নামেই অধিক পরিচিতি পেয়েছেন তিনি। এদিকে গত বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, আয়ুষ্মান খুরানার বিপরীতে অভিনয়ের মধ্যদিয়ে বলিউডে আত্মপ্রকাশ করবেন গুণী এই অভিনেত্রী। কিন্তু সামান্থার সেই স্বপ্ন আর পূরণ হবে কিনা, বলতে পারছে না কেউই। লম্বা বিরতিতে যাচ্ছেন এই অভিনেত্রী।
জানা গেছে, মায়োসাইটিস নামে কঠিন রোগে এতদিন ভুগছিলেন এই অভিনেত্রী, সেটির যন্ত্রণা আবার শুরু হয়েছে। ফলে বলিউডে কাজের অফার আপাতত ছেড়ে দিতে হচ্ছে। এছাড়া অসহ্য যন্ত্রণায় শারীরিক অবস্থা ভালো না থাকায় ‘খুশি’ ছবির কাজ শেষ করতে পারছেন না তিনি।
মঙ্গলবার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ফ্যামিলি ম্যান ২’-এর সাফল্যের পর সামান্থা বলিউড থেকে অনেক চলচ্চিত্র ও সিরিয়ালের অফার পেয়েছেন। তিনি প্রায় সব প্রস্তাব ফিরিয়ে দেন। তবে সম্প্রতি আয়ুষ্মান খুরানার নায়িকা হিসেবে বলিউডে তার অভিষেকের খবর শোনা যাচ্ছে। সেভাবেই নিজেকে প্রস্তুত করছিলেন অভিনেত্রী। কিন্তু মাঝপথে সব ভেস্তে যায়। দীর্ঘ বিরতিতে যাওয়ার কারণে বলিউডে কাজের প্রস্তাব ছেড়ে দিতে হয় সামান্থাকে।
সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই ‘মায়োসাইটিস’-এ ভুগছিলেন দক্ষিণী অভিনেত্রী। এই রোগ তাকে স্বস্তি দিচ্ছে না, তাকে খেয়ে ফেলছে। ফলে ভক্তরা হিন্দি ছবিতে সামান্থাকে দেখতে আগ্রহী হলেও তার শরীর সাড়া দিচ্ছে না।
তিনি রাজি হয়ে বেশ কিছু হিন্দি ছবিতে চুক্তিবদ্ধ হন। দীর্ঘ বিরতিতে যাওয়ার কারণে এই হিন্দি ছবির অফার বাদ দিতে হয়েছে। ফলে তিনি কবে আবার অভিনয়ে ফিরবেন তা এখনও জানা যায়নি।
মায়োসাইটিস একটি অটোইমিউন রোগ। সহজ কথায়, মায়োসাইটিস হল পেশীর প্রদাহ। অটোইমিউন মায়োসাইটিসে, ইমিউন সিস্টেম ভুলভাবে শরীরের সুস্থ পেশী আক্রমণ করে। এই বিরল অবস্থার ফলে পেশী দুর্বলতা দেখা দেয়।
‘যশোদা’ ছবি মুক্তির আগেই এই রোগের চিকিৎসার জন্য আমেরিকায় ছুটতে হয় সামান্থাকে। কয়েকদিন পর দেশে ফিরেছেন। কয়েকদিন ভালো থাকার পর ব্যথার কারণে তাকে ব্যাঙ্গালোরের একটি হাসপাতালে ভর্তি হতে হয়।
এরপর বলিউডে কাজ শুরুর সম্ভাবনা নিয়ে গুঞ্জন উঠলেও তা আর হচ্ছে না। আপাতত কাজ না করে নিজের স্বাস্থ্যের যত্ন নিতে চান সামান্থা। চিকিৎসার জন্য দক্ষিণ কোরিয়া যেতে পারেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, মডেলিংয়ের মধ্যদিয়ে মিডিয়ায় যাত্রা শুরু করেন সামান্থা। পরবর্তীতে তেলুগু ও তামিল সিনেমায় নিজেকে সফলভাবে মেলে ধরতে সক্ষম হন তিনি। বর্তমানে তার ঝুলিতে রয়েছে একাধিক ব্যবসায় সফল সিনেমা।