Thursday , December 12 2024
Breaking News
Home / National / কখনো কখনো ভুলে যাই আমি ব্যবসায়ী না কি বাণিজ্যমন্ত্রী : টিপু মুনশি

কখনো কখনো ভুলে যাই আমি ব্যবসায়ী না কি বাণিজ্যমন্ত্রী : টিপু মুনশি

বর্তমানে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন টিপু মুনশি। অন্যদিকে তিনি রংপুর-৪ আসনের একজন সংসদ সদস্য। তবে এ সবের বাইরেও তিনি দীর্ঘদিন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। আর তাই যখনই কোনো কারনে তিনি ব্যবসায়ীদের সঙ্গে বসেন, সে সময় টুকুর জন্য ভুলেই যান তিনি একজন মন্ত্রী।

দীর্ঘদিন ধরে ব্যবসার সঙ্গে জড়িত থাকার প্রসঙ্গ তুলে ধরে আজ রবিবার (১৭ অক্টোবর) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, কখনো কখনো ভুলে যাই যে আমি ব্যবসায়ী না কি বাণিজ্যমন্ত্রী।

এসময় বাণিজ্যমন্ত্রী বলেন, যদিও আমি বাণিজ্যমন্ত্রী তারপরও প্রায় ৪০ বছর ধরে ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম। সে জন্য কখনো কখনো আমি ভুলে যাই আমি বাণিজ্যমন্ত্রী না ব্যবসায়ী।

তিনি বলেন, আমি যখন ব্যবসায়ীদের সঙ্গে বসি তখন ওই পরিচয়টা পেয়ে যাই। জানি না আমরা কখন একাকার হয়ে গেছি। আমরা সবাই জানি দেশটা কোথায় এসেছে, কোথায় ছিল। কথা হয়, সমালোচনা হয়। কিন্তু বাস্তবতা হলো আমরা আজকের অবস্থানে এসেছি।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলায় একটা কথা বলা হয়, সেটা আমরা জানি সবাই। সেটা সংস্কৃত থেকে এসেছে। আর তা হচ্ছে- ‘বৃক্ষ তার ফলে পরিচয়।’ তো বাংলাদেশের আজকের যে পরিচয়, সেটা কী হয়েছে? যেটা আমরা অলরেডি দেখছি সেটাই কিন্তু পরিচয়। যে যা বলছি সেটা বলতে পারি। কিন্তু যেটা দেখেছি সেটাই মূল।

রিজার্ভের তথ্য তুলে ধরে তিনি বলেন, আমাদের রিজার্ভ ৩৯ বিলিয়ন ডলারের কাছাকাছি এটা সর্বকালের রেকর্ড। একটা সময় ছিল, কখন বিদ্যুৎ আসে সেটার জন্য অপেক্ষা করতাম। আমি উত্তরবঙ্গের মানুষ। এখন আমার অঞ্চলে শতভাগ মানুষ বিদ্যুতের আওতায় এসেছে। সারাদেশের হিসাব করলে ৯৭ শতাংশ মানুষ বিদ্যুতের আওতায় চলে এসেছে।

বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বদৌলাতে আজ দেশের প্রায় শতভাগ মানুষ বিদ্যুতের সুবিধার আওতায় আসতে পেরেছে। এছাড়া আশ্রয়হীন মানুষের জন্য আশ্রয়ের ব্যবস্থাও করে দিয়েছে এ সরকার।

এদিকে আজকের এ সংবাদ সম্মলনে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ এবং ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমানসহ দলের বিভিন নেতাকর্মীরা।

About

Check Also

যুক্তরাষ্ট্রের কাছে সেন্টমার্টিন লিজ দেওয়ার বিষয়ে যা জানালেন প্রধান উপদেষ্টার প্রেস উইং

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুজব ছড়িয়েছে যে অন্তর্বর্তী সরকার সেন্টমার্টিন দ্বীপকে লিজ দিচ্ছে। তবে প্রধান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *