মিরপুরে টিয়ারশেল ছুড়ে গার্মেন্টস শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ। এর আগে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে পূরবী সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ মুহতারিন জানান, আন্দোলনরত শ্রমিকরা কাফরুল ও পল্লবী থানার ওসির ওপর হামলা চালায়। এতে তারা আহত হন। তারপর আমরা অ্যাকশনে যাই।
তিনি বলেন, পুলিশের ধাওয়া খেয়ে শ্রমিকরা পিছু হটে। তাদের সরিয়ে দিতে অন্তত ১২ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়।
সরেজমিনে দেখা যায়, সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিলেও বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। তবে ওই এলাকায় এখনো যান চলাচল শুরু হয়নি।
বর্তমানে মিরপুর ১১ নম্বর বাসস্ট্যান্ড ও পূরবী সিনেমা হলের সামনে বিজিবি টহল দিচ্ছে।