সম্প্রতি বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে ভারত ১৪ ও ১৮ মতো ২৪ সালেও আওয়ামীলীকে নির্লজ্জের মতো সর্মথন দিয়েছে। ভারত বাংলাদেশের ১৮ কোটি মানুষের আকাঙ্খা উপেক্ষা করে নিজেদের স্বার্থে আওয়ামীলীগকে অবৈধ্য ভাবে ক্ষমতায় রেখেছে।যার কারণে এ দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার হারিয়েছে।যার ফলে ভারতে প্রতি এদেশের মানুষের বিদ্বেষ বাড়েই চলেছে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
আনন্দবাজারের রিপোর্টে আমার জন্য ব্যক্তিগত ভাবে সবচেয়ে অস্বস্তিকর প্যারাগ্রাফ হচ্ছে, “ঢাকায় ভারত-বিরোধী সুর প্রকট হওয়ার পিছনে যে সব কারণকে সামনে নিয়ে আসা হয়েছে, তাকে প্রশমিত করতে কোমর বেঁধেছে ভোটের মুখে দাঁড়ানো মোদী সরকার।”
“কোমর বেঁধেছে মোদি সরকার” এইটার মানে, ওরা পালটা আঘাত করবে। আঘাতটা ব্যক্তিগতভাবে আমার উপরে করতেই পারে। আমি ভীত নই।
যদি সফলভাবে আঘাত করতে পারে, তাহলে মনে কইরেন এইটা কোরবানি। আমার যাই ঘটুক, এই বয়কট থামাবেন না। বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত বয়কট চালাবেন।
আমার জন্য শোক করবেন না। আমি আপনাদের ভালোবাসা পেয়ে এক পরিপূর্ণ স্বার্থক জীবন নিয়ে মৃত্যবরণ করবো। এই ভাগ্য সবার হয়না।