বিশ্বকাপ মিশন শেষ বাংলাদেশের। আজ পাকিস্তানের কাছে গো হারা হেরে মিশন শেষ করলো টীম টাইগার্সরা। এ দিকে বাংলাদেশ টীম এর বর্তমান পারফর্মেন্স নিয়ে হতাশা সৃষ্টি হয়েছে সারা দেশে। সর্বত্র হচ্ছে আলোচনা সমালোচনা। এবার এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাবেক উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন।
পাঠকদের উদ্দেশ্যে তার সেই লেখনী তুলে ধরা হলো হুবহু:-
ক্রিকেটে কোটা পদ্ধতি উঠিয়ে দেয়া যায় না ? আমারতো মনে হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট টিমে কোটা পদ্ধতি বিরাজমান। নয়তো পাড়া মহল্লায় এতো ভালো ভালো খেলোয়াড় থাকতে এরা ক্যামনে চান্স পায়?
কোন প্লেয়ার কার কোটায় খেলে বলেনতো ?
যদি, এই আলোচনায় মজা না পান, আসেন ক্রিকেটের ক্যান্সার বাদ বেগুনের ক্যান্সার নিয়ে আলোচনা করি।
ক্যান্সার কি বেগুনে নাকি আমাদের মস্তিষ্কে ?
প্রসঙ্গত, আজ ছিল বাংলাদেশ পাকিস্তানের অঘোষিত কর্টার-ফাইনাল। কারন এই ম্যাচ এর যেটা দল যাবে সেমিফাইনালে। তবে শেষ প্রজন্ত আশা জাগিয়েও পারলো না বাংলাদেশ। পুরো টুর্নামেন্ট এ মাত্র দুইটি জয় নিয়েই ফিরে আসতে হবে দেশের মাটিতে।